|
প্রিন্টের সময়কালঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:২৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০১:২৬ অপরাহ্ণ

শৈলকুপায় তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দুইজন আটক


শৈলকুপায় তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দুইজন আটক


ঝিনাইদহ প্রতিনিধি:-

 

ঝিনাইদহের শৈলকুপার রামচন্দ্রপুর শ্মশানঘাট এলাকায় গুলিবিদ্ধ হয়ে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডারসহ তিনজন নিহতের ঘটনায় দুইজনকে আটক করেছে র‌্যাব।
 

সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ জেলা শহরের সার্কিট হাউস এলাকা ও গাজীপুর জেলার সোনাতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর গ্রামের আবু সাঈদ ও জোড়াপুকুরিয়া গ্রামের আনারুল ইসলাম।
 

র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর নাঈম আহমেদ জানান, শৈলকুপার রামচন্দ্রপুর শ্মশানঘাটে গুলিবিদ্ধ হয়ে নিহত হন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হানিফ, তার শ্যালক লিটন এবং কুষ্টিয়ার রাইসুল ইসলাম। এ ঘটনায় শৈলকুপা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে র‌্যাব অভিযানে নামে এবং সোমবার রাতে পৃথক অভিযানে আবু সাঈদ ও আনারুল ইসলামকে আটক করা হয়।
 

তাদের শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়েছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা।
 

উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি রাতে শৈলকুপার রামচন্দ্রপুর শ্মশানঘাট এলাকায় তিনজনকে গুলি করে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন জাসদ গণবাহিনীর নেতা কালু। ওই রাতেই তিনি গণমাধ্যমকর্মীদের কাছে হোয়াটসঅ্যাপে ক্ষুদেবার্তা পাঠান। পরে নিহত হানিফের ভাই থানায় অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে মামলা করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫