অষ্টগ্রামে বাইক দুর্ঘটনা: এক যুবক নিহত, আরেকজন আহত

ঢাকা প্রেস
অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:-
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন সড়কে বুধবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে এক ভয়াবহ বাইক দুর্ঘটনা ঘটে। এতে সম্রাট তালুকদার (২৬) নামে এক যুবক নিহত হন এবং তার সঙ্গী হৃদয় মিয়া (২৫) গুরুতর আহত হন।
নিহত সম্রাট উপজেলা সদর ইউনিয়নের কলাপাড়া গ্রামের মৃত আবুল কাশেম তালুকদারের ছেলে এবং আহত হৃদয় একই গ্রামের শাহ আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সম্রাট ও হৃদয় বাইক চালিয়ে মিঠামইন উপজেলা সদরের দিকে যাচ্ছিল। অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন সড়কের ভাতশালা সেতু এলাকায় পৌঁছালে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সম্রাটের মৃত্যু হয়। গুরুতর আহত হৃদয়কে উদ্ধার করে প্রথমে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার চিকিৎসক নিক্সন বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।
অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সকলকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫