বিজ্ঞ মহানগর পিপি অফিসের বারান্দা থেকে হারিয়ে যাওয়া ০৯ বস্তা অর্থাৎ ১৯১১টি কেস ডকেট (ডিসি) উদ্ধার ও ০১ জন ব্যক্তি গ্রেফতার।

ঢাকা প্রেস
সৈয়দ মোঃ কায়সার,চট্টগ্রাম বিভাগীয় প্রধান:-
জনৈক মোঃ মফিজুল হক ভূঁইয়া থানায় সাধারণ ডায়েরী করার আবেদন করেন যে, বিজ্ঞ মহানগর পিপি অফিসে প্রায় ২৮-৩০টি আদালতের কেস ডকেট রক্ষিত ছিলো।
পিপি অফিসে জায়গা স্বল্পতার কারণে গত ২৪/০৪/২০২৩ তারিখ পিপি অফিসের সামনের বারান্দায় প্ল্যাস্টিকের বস্তায় সর্বমোট ১৯১১টি কেস ডকেট (সিডি) পলিথিনে মোড়ানো অবস্থায় স্তুপ আকারে ০৯টি বস্তায় রক্ষিত ছিল।
গত ১২/১২/২০২৪ তারিখ বিজ্ঞ মহানগর কোর্টের সর্বশেষ ভেকেশন কোর্ট ছিল। তারপর থেকে বিজ্ঞ মহানগর আদালত ও পিপি অফিস বন্ধ থাকা অবস্থায় গত ১৩/১২/২০২৪ তারিখ হতে ৩১/১২/২০২৪ তারিখের মধ্যবর্তী সময়ে উক্ত কেস ডকেট গুলো হারিয়ে গিয়াছে। আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও উক্ত কেস ডকেট না পেয়ে থানায় সাধারণ ডায়েরী করার আবেদন করেন। তাহার আবেদনের প্রেক্ষিতে বিষয়টি কোতোয়ালী থানার জিডি নং-৩৫২, তাং-০৫/০১/২০২৫ইং মূলে ডায়েরীভুক্ত করতঃ উহা তদন্তের নিমিত্তে এসআই(নিঃ)/মোঃ কামরুজ্জামান এর উপর তদন্তভার অর্পন করা হয়।
অফিসার ইনচার্জ, কোতোয়ালী থানার নেতৃত্ব একটি চৌকস অভিযান টিম দীর্ঘ অভিযান পরিচালনা করে ইং ০৯/০১/২০২৫ তারিখ সিএমপি’র বাকলিয়া থানাধীন বউ বাজার এলকা হতে মামলার ঘটনার সহিত জড়িত ব্যক্তি মোঃ রাসেল’কে আটক করেন। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে সে বিজ্ঞ আদাতলের উপরোক্ত ০৯টি বস্তা ভর্তি কেস ডকেট চুরি করেছে। পরবর্তীতে তাহার দেখানো মতে কোতোয়ালী থানাধীন সতীশ বাবু লেইন সোবহান সওদাগর মসজিদ আকবর কলোনীর ৭নং রুমের ভিতর হতে ০৯টি প্লাস্টিকের বস্তা ভর্তি বিজ্ঞ আদালতের কেস ডকেট উদ্ধার পূর্বক এসআই/মোঃ কামরুজ্জামান জব্দ তালিকামূলে জব্দ করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫