|
প্রিন্টের সময়কালঃ ২২ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:২৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৪৫ অপরাহ্ণ

চাঁদপুরে মোবাইল ফোন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা


চাঁদপুরে মোবাইল ফোন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা


চাঁদপুরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ইউসুফ পাটওয়ারী (৪০) নামে এক মোবাইল ফোন ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার সকালে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের পশ্চিম কুমারডুবি এলাকায় পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
 

নিহত ইউসুফ পাটওয়ারী ওই এলাকার মৃত কলিম উল্লাহ পাটওয়ারীর ছেলে। হামলার সময় তার বড় ভাই ইব্রাহীম পাটওয়ারী (৬০) গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
 

স্বজনদের বরাত দিয়ে জানা যায়, সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে ইউসুফ পাটওয়ারীর খালাতো ভাই মাইনুদ্দিন (৬০) এবং তার তিন ছেলে—রমজান (৩৫), রবিউল (২৫) ও রহিম (২০)—তাকে হুমকি দিয়ে আসছিলেন। রোববার সকালে মাইনুদ্দিন ও তার ছেলেরা ইউসুফের বাড়িতে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন। এ সময় তার ভাই ইব্রাহীমকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়।
 

ইউসুফ পাটওয়ারী চাঁদপুর শহরের শপত চত্বর মোড়ে ‘মেহেদী মোবাইল হাউজ’ নামে একটি শো-রুমের মালিক ছিলেন। তার মৃত্যুতে পরিবারের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী মহল ও গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
 

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানিয়েছেন, এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তদন্তের পর হত্যাকাণ্ডের মূল কারণ জানা যাবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫