নারায়ণগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
মো: কাউছার পাটোওয়ারী, বিশেষ প্রতিনিধি:-
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে শহরে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। দিনব্যাপী কর্মসূচিতে জেলার সকল স্তরের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করেছে।
র্যালিতে নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা আব্দুল্লাহ হক শাকুর বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও সোনারগাঁও থানা যুবদল নেতা রাফিউল ইসলাম মামুন।
উক্ত অনুষ্ঠানে আব্দুল্লাহ হক শাকুর বলেন,
“যুবদলের ৪৭ বছরের পথচলা ত্যাগ, আদর্শ ও সংগ্রামের ইতিহাসের পরিচায়ক। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে যুবদল সব সময় রাজপথে ছিল, আছে এবং থাকবে।”
র্যালিটি সকালেই বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে জেলা যুবদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫