|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ০৪:৫১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৪৪ অপরাহ্ণ

ভাঙা হলো নারায়ণগঞ্জ আদালতপাড়ার বঙ্গবন্ধুর তিন ম্যুরাল


ভাঙা হলো নারায়ণগঞ্জ আদালতপাড়ার বঙ্গবন্ধুর তিন ম্যুরাল


নারায়ণগঞ্জ প্রতিনিধি:-

 

নারায়ণগঞ্জ আদালতপাড়ায় স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তিনটি ম্যুরাল ভেঙে ফেলা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পুলিশ সুপারের কার্যালয় এবং জেলা দায়রা জজ আদালতের সামনে থাকা ম্যুরালগুলো ভাঙচুর করা হয়।
 

এই ঘটনার নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
 

অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, "এই প্রতীকগুলো নিপীড়ন ও স্বৈরাচারের চিহ্ন। এগুলোর উপস্থিতি ২০২৪-এর গণআন্দোলনের চেতনাকে কলুষিত করে। আমাদের শহরে এসবের কোনো স্থান নেই। ভবিষ্যতে যেকোনো স্বৈরাচারের প্রতীক এভাবেই গুঁড়িয়ে দেওয়া হবে। আওয়ামী লীগের বাইতুল আমান, হিরা মহলসহ ফ্যাসিস্টদের সব আস্তানা ধ্বংস করা হবে।"


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫