কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪

অনলাইন ডেস্ক:-
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার বড়বাজার এলাকায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৮টার দিকে ঋতুরাজ হোটেলে এ দুর্ঘটনা ঘটে।
কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা জানিয়েছেন, ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুরোপুরি আগুন নেভাতে সময় লাগে রাত ৩টা পর্যন্ত। উদ্ধার করা হয়েছে ১৪টি মরদেহ ও বেশ কয়েকজন আহত ব্যক্তি। মৃতদের মধ্যে রয়েছেন দুই শিশু, এক নারী ও ১১ জন পুরুষ। এদের মধ্যে আটজনের পরিচয় শনাক্ত হয়েছে। নিহতদের মরদেহ আরজি কর হাসপাতাল ও নীল রতন সরকার মেডিকেলে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই হোটেল মালিক পলাতক।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ঘটনার পর রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে প্রশাসনের প্রতি দ্রুত উদ্ধার অভিযান ও আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছেন। তিনি অগ্নি নিরাপত্তা ব্যবস্থার কঠোর পর্যালোচনারও দাবি জানান।
এদিকে, পশ্চিমবঙ্গ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এ ঘটনায় কলকাতা করপোরেশনের তীব্র সমালোচনা করে বলেন, “এটি একটি মর্মান্তিক ঘটনা। কোনো নিরাপত্তা ব্যবস্থার ছিটেফোঁটাও ছিল না। করপোরেশন কী করছে, সেটাই এখন প্রশ্ন।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫