|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ১১:৪৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ সেপ্টেম্বর ২০২৩ ০১:৫২ অপরাহ্ণ

জীবনের গুরুত্বপূর্ণ দিনের রহস্য উম্মোচন করলেন পরীমনি


জীবনের গুরুত্বপূর্ণ দিনের রহস্য উম্মোচন করলেন পরীমনি


‘কালকের দিনটা আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা দিন।’ ফেসবুকে এমন রহস্যময় একটি পোস্ট দিয়ে একদম চুপচাপ পরীমনি। কাউকে এ বিষয়ে কিছুই জানাননি তিনি। অনেকে ফোন করলেও একদম মুখ খোলেননি। পরদিন মধ্যরাতে আরেকটি পোস্টে সেই রহস্য ফাঁস করলেন পরীমনিই। জানালেন, মাতৃত্বের ছুটি কাটিয়ে বড় পর্দার কাজে ফিরছেন। সরকারি অনুদানের একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ‘ডোডোর গল্প’ নামের সেই ছবির পরিচালক রেজা ঘটক।

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি দীর্ঘদিন লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে ছিলেন। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে অবশেষে তিনি চেনা ছন্দে ফিরছেন নতুন সিনেমা দিয়ে। এর ঠিক দুই দিন আগে ‘মায়া’ নামের নতুন একটি ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধের খবরও জানান পরিচালক রায়হান রাফী।


‘ডোডোর গল্প’ সিনেমা দিয়ে দুই বছরের বিরতির পর বড় পর্দার জন্য শুটিংয়ে নামছেন পরীমনি। অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু হবে।

গতকাল রোববার রাতে প্রথম আলোর সঙ্গে আলাপে পরীমনি বলেন, ‘“ডোডোর গল্প” ছবিটি নিয়ে বেশ কিছুদিন ধরে কথা হচ্ছিল। গল্পটা আমার ভীষণ ভালো লেগেছে।’ জানান, মূলত এই ছবির চুক্তির জন্য দিনটি তাঁর কাছে স্পেশাল। ছবিটির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় রেজা ঘটক।

‘ডোডোর গল্প’ সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয়ের জন্য চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে একাধিকবার আলাপ হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তবে এখনো চূড়ান্ত হয়নি কিছুই। সিনেমাটি ২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। সিনেমাটির প্রযোজক নাজমুল হক ভূঁইয়া।


‘ডোডোর গল্প’ সিনেমায় কাজল চৌধুরী নামের একটি চরিত্রে অভিনয় করবেন পরীমনি। নতুন সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক সুন্দর একটি গল্পে কাজ করতে যাচ্ছি। দিনটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। লাইট-ক্যামেরা-অ্যাকশন আমার নিশ্বাসের সঙ্গে মিশে আছে। এ অঙ্গনের মানুষেরা আমার আরেকটি পরিবার। সেটা ছাড়া দীর্ঘ দুটি বছর থাকতে হয়েছে। এ সময়টা আমার পরিবারকে ভীষণ মিস করেছি।’

পরীমনি বলেন, ‘অবশেষে অপেক্ষার পালা শেষ। এই গল্পের জন্য চার মাসের অপেক্ষা এবং চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করা। প্রতিটি দিন চরিত্র ও স্ক্রিপ্ট নিয়ে ভেবেছি। যার কারণে “ডোডোর গল্প” আমার কাছে অনেক বেশি স্পেশাল। কারণ, অনেকগুলো গল্পের মধ্যে এটি অনেক ভেবেচিন্তে নির্বাচিত করেছি। আশা করি, আমার দর্শকদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে।’

সিনেমার গল্প নিয়ে নির্মাতা রেজা ঘটক বলেন, ‘সিনেমায় একজন মায়ের সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের কৃষিকে তুলে ধরতে চাই। সিনেমাটিতে ৮৭ জন শিল্পী কাজ করছেন এবং ২৫টির বেশি লোকেশনে এর দৃশ্য ধারণ হবে। আগামী ৫ অক্টোবর সিনেমাটির শুটিং শুরু হবে।’


সিনেমাটির প্রযোজক এবং জি সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়া বলেন, সিনেমায় একজন আত্মনির্ভর সংগ্রামী মায়ের ২০ বছরের সংগ্রামকে চিত্রায়িত করা হবে, যেখানে কাজল চৌধুরী নিরন্তর অনুসন্ধানে প্রায় ২০ বছর পর তার হারানো ছেলেকে খুঁজে পাবে।

ঢাকার বনানী ক্লাবে ‘ডোডোর গল্প’ সিনেমার চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা আমিরুল হক চৌধুরী, খায়রুল আলম সবুজ, শংকর শাওজাল, আহসান হাবিব নাসিম, মনিরা মিঠু প্রমুখ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫