|
প্রিন্টের সময়কালঃ ০৭ এপ্রিল ২০২৫ ০৯:০৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ জুলাই ২০২৪ ০২:৫৬ অপরাহ্ণ

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদে আবেদন আবেদন করতে চলেছেন ইমরান খান 


অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদে আবেদন আবেদন করতে চলেছেন ইমরান খান 


বিশ্ববিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদে আবেদন করতে চলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান।বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা ক্রিকেটার বর্তমানে বন্দি রয়েছেন এবং সেখান থেকিই এই পদে আবেদন করতে চলেছেন তিনি। বৃহস্পতিবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

 

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সুপ্রিমো ইমরান খান অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর পদের জন্য আবেদন করতে চলেছেন বলে টেলিগ্রাফ জানিয়েছে। ইমরান বর্তমানে ১০ বছরের কারাদণ্ড ভোগ করছেন। ৮০ বছর বয়সী লর্ড প্যাটেনের পদত্যাগের পর অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর পদটি শূন্য হয়ে যায়। দীর্ঘ ২১ বছর দায়িত্বে থাকার পর লর্ড প্যাটেন পদত্যাগ করেন।

 

মূলত অক্সফোর্ড ইউনিভার্সিটি তার চ্যান্সেলর পদ ও ভূমিকাকে একটি আনুষ্ঠানিক প্রধান হিসাবে বর্ণনা করে থাকে। সাধারণত এই পদে আজীবনের জন্য নির্বাচিত একজন বিশিষ্ট ব্যক্তিত্ব প্রধান প্রধান সমস্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করে থাকেন। এছাড়া নতুন চ্যান্সেলরের জন্য নির্বাচন প্রক্রিয়া প্রথমবারের মতো অনলাইনে পরিচালিত হবে। গত বছরের মে মাসে সামরিক বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ ও সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে ইমরান খান বর্তমানে কারাগারে রয়েছেন। অবশ্য এই অভিযোগ তিনি অস্বীকার করেছেন।

 

জেল থেকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ইমরান খান বলেছেন, ‘আমি ৭ ফুট বাই ৮ ফুটের এক ডেথ সেলে বন্দি রয়েছি, যা সাধারণত সন্ত্রাসীদের থাকার জন্য সংরক্ষিত। জনগণ আমাকে ভোট দিয়েছে কারণ তারা বর্তমান ব্যবস্থা এবং কীভাবে পাকিস্তান পরিচালিত হচ্ছে তাতে বিরক্ত।’

 

ইমরান খান ১৯৭২ সালে অক্সফোর্ডের কেবেল কলেজে অর্থনীতি ও রাজনীতিতে অধ্যয়ন করেছিলেন, তিনি বিশ্ববিখ্যাত এই বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দলের অধিনায়কও ছিলেন। তিনি ১৯৭১ সালে পাকিস্তানের টেস্ট ক্রিকেট দলের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন।

 

এছাড়া ২০০৫ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেন ইমরান খান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫