|
প্রিন্টের সময়কালঃ ২৫ জানুয়ারি ২০২৬ ০২:২১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ জানুয়ারি ২০২৬ ১১:০৯ পূর্বাহ্ণ

বাকশিস বরিশাল জেলা ও মহানগর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত


বাকশিস বরিশাল জেলা ও মহানগর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত


মাসুম বিল্লাহ, বরিশাল ব্যুরো:

 

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি–বাকশিস (সোলিম ভূঁইয়া) বরিশাল জেলা ও মহানগর কমিটির উদ্যোগে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
 

গত ২৩ জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় বরিশাল নগরীর সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের লাইব্রেরি ভবনের মিলনায়তনে এ সভা আয়োজন করা হয়।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম, মাউশি বরিশাল অঞ্চলের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. জাকির হোসেন, বাকশিস কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও বরিশাল মহানগরের সভাপতি অধ্যক্ষ আবু রেজা মো. মঞ্জুরুল হক জিসান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপিকা ফারহানা ইয়াসমিন তিথি এবং কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক (বরিশাল জেলা) অধ্যাপক ড. আখতারুজ্জামান নকিব।
 

সভায় সভাপতিত্ব করেন বাকশিস কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল জেলা সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিন বেপারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল জেলা বাকশিসের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. শাহ-ই-আলম জহির।
 

সভায় বক্তারা শিক্ষক সমাজের অধিকার সংরক্ষণ, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বারোপ করেন। সভা শেষে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬