|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৮:৪৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ অক্টোবর ২০২৩ ০৬:১৩ অপরাহ্ণ

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ১৯ পদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ


পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ১৯ পদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ


রিবার পরিকল্পনা অধিদপ্তরের ১৯ ক্যাটাগরি পদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। ১১ থেকে ২০তম গ্রেডের এসব পদে মৌখিক পরীক্ষার জন্য ২৩৭ জন প্রার্থী মনোনীত হয়েছেন।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯ পদের মৌখিক পরীক্ষা ৯ অক্টোবর শুরু, চলবে ১২ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন দুই শিফটে পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ৬ কাওরান বাজার, ঢাকায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।


প্রথম শিফটের প্রার্থীদের নির্ধারিত তারিখ সকাল ১০টায় এবং দ্বিতীয় শিফটের প্রার্থীদের বেলা ১টার মধ্যে সংশ্লিষ্ট সব রেকর্ডপত্রসহ পরীক্ষার জন্য প্রশাসন ইউনিট (দ্বিতীয় তলা), পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঢাকায় উপস্থিত হতে হবে। মৌখিক পরীক্ষার জন্য পৃথক কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না।


মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীকে তাঁর অনলাইন আবেদনপত্রের প্রিন্টকপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, শিক্ষাগত যোগ্যতার সব সনদ, ইউনিয়ন পরিষদ/ পৌরসভা/ সিটি করপোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ, জন্মনিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র, কোটার সপক্ষে সব সনদ, অভিজ্ঞতা সনদের মূলকপি এবং সব সনদের এক সেট সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন সদর দপ্তর পর্যায়ে নিয়োগযোগ্য ১১ থেকে ২০তম গ্রেডের এসব পদের লিখিত পরীক্ষা গত ২১ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। মৌখিক পরীক্ষার বিস্তারিত সূচি এখানে দেখা যাবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫