সংস্কারের সুপারিশ বাস্তবায়নের পরই নির্বাচন চায় এনসিপি

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত সংস্কারগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এই কথা জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, “নির্বাচনের আগে সংস্কার কমিশনের সুপারিশগুলো সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা না হলে জনগণের আস্থা অর্জন সম্ভব নয়। আমরা চাই প্রতিটি সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের পথ তৈরি হোক।”
নয়টি প্রস্তাব তুলে ধরেছে এনসিপি
বৈঠকে এনসিপি অন্তত নয়টি সুপারিশ নির্বাচন কমিশনের কাছে উপস্থাপন করে। এর মধ্যে উল্লেখযোগ্যগুলো হলো:
মনোনয়নপত্র জমা দিতে প্রার্থীদের সশরীরে উপস্থিতির বিধান,
৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনের সার্টিফিকেট প্রদান,
প্রার্থীর হলফনামার তথ্য যাচাই করে ব্যবস্থা গ্রহণ,
ঋণখেলাপিদের প্রার্থীতা বাতিল ও নির্বাচনে অযোগ্য ঘোষণা,
নির্বাচনী সহিংসতা রোধে আচরণ বিধি ও ব্যয় সংক্রান্ত বিধিমালার সংস্কার,
রাজনৈতিক দলের নিবন্ধন নবায়ন ও সময় বাড়ানো,
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ,
রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতন্ত্র নিশ্চিতকরণে মনিটরিংয়ের ব্যবস্থা।
এছাড়া একই নামে একাধিক দলের নিবন্ধন দেওয়া, অফিস ছাড়া দল নিবন্ধনের ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করে এনসিপি।
ইসি পুনর্গঠন নির্ভর করবে ঐক্যমত্য কমিশনের ওপর
নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, বর্তমান নির্বাচন কমিশন নিয়ে এনসিপি আপত্তি জানালেও তাদের মূল জোর ঐক্যমত্য কমিশনের রিপোর্টের ওপর। তিনি বলেন, “আমরা বলেছি, বর্তমান নির্বাচন কমিশন যে আইনের অধীনে গঠিত হয়েছে, সেটি অবৈধ। তবে নতুন কমিশন গঠনের বিষয়টি সম্পূর্ণভাবে ঐক্যমত্য কমিশনের প্রতিবেদনের উপর নির্ভর করবে।”
তিনটি জাতীয় নির্বাচনের তদন্ত দাবি
বিগত তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে এনসিপি জড়িতদের বিরুদ্ধে তদন্ত ও বিচার দাবি করে। দলের মতে, এই সময়কালে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে এবং নির্বাচন কমিশন এতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিল।
নাসীরুদ্দীন বলেন, “গত ১৫ বছরে রাষ্ট্রকে ফ্যাসিস্ট কাঠামোয় নিয়ে যাওয়া হয়েছে। নির্বাচন কমিশনের ভূমিকা ছিল তা বাস্তবায়নে সহায়ক। অতীতে যারা এসব অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে কেউ সাংবিধানিক প্রতিষ্ঠানের অপব্যবহার না করতে পারে।”
নির্বাচন কমিশনের প্রতি সন্দেহ প্রকাশ
বৈঠকে এনসিপির প্রতিনিধি দল অভিযোগ তোলে, নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার চেয়ে আগে থেকেই রোডম্যাপ ও নির্বাচনী সময়কাল নিয়ে বক্তব্য দিচ্ছে, যা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। “এই কারণে আমরা বলেছি, ইসিকে সংবেদনশীল থাকতে হবে। কোনো রকম সরকারি নির্দেশনা ছাড়া বক্তব্য দেওয়া গ্রহণযোগ্য নয়,” বলেন নাসীরুদ্দীন।
অংশগ্রহণকারীরা
বৈঠকে অংশ নেওয়া পাঁচ সদস্যের এনসিপি প্রতিনিধি দলে আরও ছিলেন যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন ও তাজনূভা জাবীন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫