কুড়িগ্রামে আবারো বজ্রপাতে দ্বীপচরে দুই জনের মৃত্যু

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বজ্রপাতে কাজলী আক্তার এবং জামাল উদ্দিন নামে দুজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাহেবের আলগা ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে বৃষ্টির সঙ্গে ওই ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের জাহাজের আলগা চরে আব্দুল কাদেরের মেয়ে কাজলী আক্তার (১০) গরু আনতে যায়। এ সময় আকস্মিক বজ্রপাতে কাজলী আক্তার ও তাদের গরুটি মারা যায়। একই সঙ্গে একই ইউনিয়নের চর জাহাজের আলগা চরের ওমেদ আলীর ছেলে গরু নিয়ে বাড়ি ফেরার পথে জামাল উদ্দিন (৫০) নামে এক কৃষক মারা যান।
এ ব্যাপারে আলগা ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন বলেন, ‘ব্রহ্মপুত্র নদের জাহাজের আলগা চরে দুজন বজ্রপাতের আঘাতে মৃত্যুবরণ করেছেন।’
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫