|
প্রিন্টের সময়কালঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:০৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:৪৩ অপরাহ্ণ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন না ফার্গুসন, বদলি হিসেবে দলে ঢুকলেন জেমিসন


চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন না ফার্গুসন, বদলি হিসেবে দলে ঢুকলেন জেমিসন


স্পোর্টস ডেস্ক:-

 

চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেই বড় একটি ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ড। পেসার লকি ফার্গুসন ডান পায়ের চোটের কারণে আসর থেকে ছিটকে গেছেন। তার বদলে দলে ডাক পেয়েছেন কাইল জেমিসন। সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন ফার্গুসন। এরপর পাকিস্তানে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজেও খেলতে পারেননি তিনি। পরে আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামলেও পুরনো চোটের জন্য তার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্ন ভেঙে যায়।
 

নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড ফার্গুসনের ছিটকে যাওয়ায় হতাশা প্রকাশ করে বলেন, "লকির জন্য সত্যিই খারাপ লাগছে। সে আমাদের বোলিং ইউনিটের গুরুত্বপূর্ণ অংশ ছিল। বড় টুর্নামেন্টে তার অভিজ্ঞতা আমাদের কাজে আসতো। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি।"
 

চলতি সপ্তাহেই আরেক পেসার বেন সিয়ার্সও ইনজুরির কারণে দলের বাইরে চলে গেছেন। আর এখন ফার্গুসনের পরিবর্তে দলে ঢুকলেন জেমিসন, যিনি সর্বশেষ ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশের বিপক্ষে মিরপুরে খেলেছিলেন। প্রায় এক বছর পর আবারও জাতীয় দলে ফিরলেন এই ডানহাতি পেসার।
 

নিউজিল্যান্ডের উদ্বোধনী ম্যাচে প্রতিপক্ষ হবে স্বাগতিক পাকিস্তান। চোট সমস্যা সত্ত্বেও দলটি ভালো কিছু করার আশা করছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫