বাংলাদেশের ঋণমান পুনর্বিবেচনার আহ্বান জানাল কেন্দ্রীয় ব্যাংক

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থাগুলো বাংলাদেশের রেটিং কমিয়ে আনছে। এই প্রেক্ষাপটে দেশের বাস্তব অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরে রেটিং পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক বৈঠকে এ আহ্বান জানানো হয়। বৈঠকে অংশ নেন বিশ্বের কয়েকটি প্রধান রেটিং এজেন্সির প্রতিনিধি। বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের জানান, রেটিং এজেন্সিগুলো দেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেছে।
তিনি বলেন, "আমরা তাদের অনুরোধ জানিয়েছি যেন বাস্তব চিত্র পর্যালোচনা করে রেটিংয়ের বিষয়ে নতুন করে ভাবা হয়।" তিনি আরও জানান, ২০২৬ সালের নভেম্বরে বাংলাদেশ জাতিসংঘের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ করবে। তাই তখন বৈদেশিক ঋণ বা সহায়তা পাওয়ার ক্ষেত্রে শক্তিশালী ঋণমান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
গত বছর জুলাইয়ে আন্তর্জাতিক রেটিং সংস্থা এসঅ্যান্ডপি গ্লোবাল বাংলাদেশের রেটিং ‘বিবি মাইনাস’ থেকে নামিয়ে ‘বি প্লাস’-এ নামিয়ে আনে। একইভাবে, ফিচ রেটিংস গত বছরের মে মাসে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের ফরেন কারেন্সি ইস্যুয়ার ডিফল্ট রেটিং (আইডিআর) কমিয়ে দেয়, যদিও দেশের অর্থনীতি সংক্রান্ত পূর্বাভাস তারা স্থিতিশীল রেখেছে।
অর্থনৈতিক পরিস্থিতি ও কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ সম্পর্কেও সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান আরিফ হোসেন খান। তিনি বলেন, নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পর এখনো কোনো নতুন নোট ছাপানো হয়নি। নোট ছাপাতে ন্যূনতম ১৮ মাস সময় লাগে। বাংলাদেশ ব্যাংক বর্তমানে একযোগে ৯ ধরনের নোট ছাপার উদ্যোগ নিয়েছে, যা আগামী মে মাসেই বাজারে আসবে।
তিনি আরও বলেন, কিছু দুর্বল ব্যাংকে অনিয়ম ও তারল্য সংকট দেখা দেওয়ায় বাংলাদেশ ব্যাংক তাদের সহায়তায় টাকা ছেপেছে। এসব ব্যাংকের বাস্তব অবস্থা বিশ্লেষণে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে এবং তাদের প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে ‘ব্যাংক রেজল্যুশন অ্যাক্ট’ কার্যকর করা হয়েছে।
মূল্যস্ফীতি নিয়েও কথা বলেন মুখপাত্র। তিনি জানান, যদিও লক্ষ্য অনুযায়ী মূল্যস্ফীতি কমানো যায়নি, তবে সাম্প্রতিক সময়ে কিছুটা কমেছে। ডলারের দামও কিছুটা হ্রাস পেয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫