|
প্রিন্টের সময়কালঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৩৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:০১ অপরাহ্ণ

কুষ্টিয়ায় সমন্বয়কের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ


কুষ্টিয়ায় সমন্বয়কের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ


কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি:-

 

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আসাদুজ্জামান আলীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, জামায়াত ও বিএনপি নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার দুপুরে কুমারখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলংগীপাড়ায়।
 

এ ঘটনার পর বিকেলে সংবাদ সম্মেলন করে হামলা ও লুটের অভিযোগ অস্বীকার করেছেন জামায়াত ও বিএনপি নেতারা। তারা অভিযোগ করেছেন যে, আলী ও তার বাবা আবদুস সামাদ পাখি কুমারখালীতে চাঁদাবাজি এবং পুলিশ ব্যবহার করে আসামি বাণিজ্যের সঙ্গে যুক্ত। কুমারখালী পৌর শিশুপার্ক-এলংগী সড়কের ধারে সমন্বয়ক আলীর বাড়িতে পুলিশের নিরাপত্তা টহলও দেখা যায়।
 

মোবাইল ফোনে সমন্বয়ক আলী জানান, তার বাবা ও জামায়াত-বিএনপির মধ্যে রাজনৈতিক বিরোধ রয়েছে, যার জেরে তারা তাদের বাড়িতে হামলা ও লুটপাট চালিয়েছে। আলী বলেন, তিনি পাল্টা সংবাদ সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে, নিজেকে পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দাবি করে আলীর বাবা আবদুস সামাদ পাখি বলেন, বিএনপি-জামায়াতের কিছু নেতা ফ্যাসিবাদের দোসরদের বাঁচানোর চেষ্টা করছেন এবং প্রতিবাদ করায় তারা তার বাড়িতে হামলা চালিয়েছেন।
 

এলংগী এলাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতের আমির আফতাব উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির আফজাল হোসাইন, উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক মনোয়ার হোসেন, যুবদলের আহ্বায়ক জাকারিয়া আনছার মিলন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খান আতিকুর রহমান সবুজ প্রমুখ।
 

লিখিত বক্তব্যে জামায়াত নেতা আফজাল হোসাইন অভিযোগ করেন, আলী ও তার বাবা চাঁদাবাজি, গড়াই নদীর বালুরঘাট দখল এবং পুলিশ দিয়ে নিরীহ মানুষকে গ্রেপ্তার করে ত্রাস সৃষ্টি করছেন। তারা সমন্বয়ক আলীকে তার পদ থেকে সরানো এবং চাঁদাবাজ পাখি গ্রেপ্তারের দাবি জানান।
 

এ বিষয়ে কুমারখালী থানার ওসি সোলায়মান শেখ বলেন, আসামি বাণিজ্যের অভিযোগ অস্বীকার করেছেন। তবে আলীর বাবা আবদুস সামাদ পাখির বিরুদ্ধে কুমারখালী, ঢাকাসহ বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে এবং তিনি জামিনে রয়েছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫