সীমান্তে অপতৎপরতা রোধে সতর্ক বিজিবি

ঢাকা প্রেস নিউজ
সব প্রতিকূলতাকে অতিক্রম করে সীমান্তের সার্বিক সুরক্ষায় নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায়, সম্প্রতি আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলার ঘটনায় উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা অপতৎপরতা রোধে সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক অবস্থানে রয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, সীমান্তে সম্ভাব্য কোনো অস্থিরতা কিংবা অপতৎপরতা ঠেকাতে বিজিবি সর্বদা সতর্ক এবং প্রস্তুত।
প্রসঙ্গত, গত সপ্তাহে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর পর, সেখানে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালানো হয়। হামলাকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে এবং মিশনের সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫