|
প্রিন্টের সময়কালঃ ০২ মে ২০২৫ ০৬:২৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ মার্চ ২০২৫ ০১:২১ অপরাহ্ণ

চট্টগ্রামে বাসচাপায় ভাই-বোনসহ নিহত ৩


চট্টগ্রামে বাসচাপায় ভাই-বোনসহ নিহত ৩


চট্টগ্রাম প্রতিনিধি:-

 

চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌর সদরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই স্কুল শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। নিহত দুই শিক্ষার্থী আপন ভাই-বোন, তারা দোহাজারীর জামিজুরি এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের সন্তান।
 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামগামী পূববী পরিবহনের একটি বাস পেছন থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক স্কুল শিক্ষার্থী ও রিকশাচালক প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় আরেক শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হলে পথেই তার মৃত্যু হয়।
 

নিহত দুই শিক্ষার্থী দোহাজারী পাঠশালা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রী ছিলেন। সকালবেলা কোচিং ক্লাসে যাওয়ার পথে তারা দুর্ঘটনার শিকার হন। নিহতরা হলেন ৭ম শ্রেণির ছাত্র ওয়াকার উদ্দীন আদিল (১২) ও ৯ম শ্রেণির ছাত্রী উম্মে হাবিবা রিজভী (১৫)। এছাড়া, দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রিকশাচালক রুহুল আমিন (৪৫)
 

এ ঘটনায় কাজী ফাহমিদা ওয়াশিমা তুশিন (১৫) নামে আরও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও হেলপার পলাতক রয়েছেন।
 

এদিকে, ঘটনার পর বিক্ষুব্ধ জনতা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়। তাদের দাবি, সড়কে পর্যাপ্ত গতিরোধক (স্পিড ব্রেকার) না থাকায় প্রায়শই দুর্ঘটনা ঘটছে, ফলে বহু পরিবার সন্তানহারা হচ্ছে। প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ রাখার পর যৌথবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫