|
প্রিন্টের সময়কালঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:১৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:০৬ অপরাহ্ণ

বাবাকে খাবার দিয়ে ফেরা হলো না ছোট্ট সাকিমের


বাবাকে খাবার দিয়ে ফেরা হলো না ছোট্ট সাকিমের


কুষ্টিয়ার দৌলতপুরে বাবার জন্য খাবার পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে ইটভর্তি ট্রলির ধাক্কায় সাকিম হোসেন (১২) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত সাকিম দৌলতপুর উপজেলার শালিমপুর গ্রামের আকবর মণ্ডলের ছেলে এবং তারাগুনিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
 

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের মথুরাপুর ইউনিয়নের কৈপাল হিসনাপাড়া মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরপরই ট্রলিচালক পালিয়ে গেলেও তার এক সহযোগীকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে। তবে ঘাতক ট্রলিটিকে জব্দ করা হয়েছে।
 

তারাগুনিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, "সাকিম মেধাবী ছাত্র ছিল। এ ধরনের দুর্ঘটনা খুবই হৃদয়বিদারক। সড়কে অবৈধ যানবাহনের কারণে এমন প্রতিভাবান শিশুদের প্রাণ দিতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।"
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবার জন্য খাবার দিয়ে সাকিম সাইকেল চালিয়ে বাড়ির পথে ফিরছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ইটভর্তি ট্রলি তাকে ধাক্কা দেয়। ধাক্কার ফলে সাকিম সাইকেল থেকে ছিটকে পড়ে গেলে ট্রলির চাকা তার শরীরের ওপর দিয়ে চলে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা কুষ্টিয়া-প্রাগপুর সড়ক অবরোধ করলে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন জানান, "মাথায় গুরুতর আঘাতের কারণেই শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।"
 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, "দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও তার এক সহযোগীকে আটক করা হয়েছে। ঘাতক ট্রলিটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।"


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫