|
প্রিন্টের সময়কালঃ ২০ সেপ্টেম্বর ২০২৫ ০৪:৫৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ সেপ্টেম্বর ২০২৫ ০১:৩১ অপরাহ্ণ

সীতাকুণ্ড বাঁশবাড়িয়া বাজারে দোকানের চালেরটিন কেটে নগদ,মালে, সাড়ে চার লক্ষ টাকা চুরি


সীতাকুণ্ড বাঁশবাড়িয়া বাজারে দোকানের চালেরটিন কেটে নগদ,মালে, সাড়ে চার লক্ষ টাকা চুরি


সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:-



সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া দিদার এন্ড  ব্রাদার্স এর দোকানের চালের টিন কেটে  নগদ ও মালামাল সহ প্রায় সাড়ে চার লক্ষ টাকা চুরি হয়েছে।


গত কাল রাত দুইটার সময় চুরি হয়েছে  প্রোপাইটার নিজাম উদ্দীন সাবেক ইউনিয়ন যুবদলের সেক্রেটারি ও বর্তমান  ইউনিয়ন বিএনপি জয়েন সেক্রেটারি। দোকানের মালিক নিজাম উদ্দিন জানায়, সকালে দোকান খুলে দেখা যায় দোকানের উপরের টিনের চালের টিন কেটে ভিতরে প্রবেশ করে প্রথমে সিসি টিভির  ক্যামেরা ঢেকে দেয়। এরপর দোকানের ক্যাশ ভেঙ্গে নগদ টাকা, দোকানের মূল্যবান মালামাল নিয়ে যায়।মালের মধ্যে   তিন কাটুন সিগারেট, ৭ কাটুন মাক্স দুধ, স্টার শিপ ৫  কাটুন ইউনি  লিভারের মাল অন্যান্য মাল নিয়ে গেছে । সব মিলে  আনুমানিক চার লক্ষ  ৪ লক্ষ ৩৫০০০হাজার টাকার মাল নিয়ে গেছে।


সীতাকুণ্ড থানাকে খবর দিলে পুলিশ ঘটনাস্হলে গিয়ে তদন্ত করেছে।এব্যাপারে একটি জিডি করা হয়েছে।সিসি ক্যামেরা দেখে সনাক্ত করার চেষ্টা চলছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫