বলিউডে নিজের অবস্থান পোক্ত করার লড়ায়ে নার্গিস ফাখরি

দেড় দশক আগে ‘রকস্টার’ সিনেমা দিয়ে বলিউড যাত্রা শুরু করেন অভিনেত্রী নার্গিস ফাখরি। সিনেমা বেশ প্রশংসাও কুড়ায়। এরপর মাদ্রাজ ক্যাফে, মে তেরা হিরো ও হাউসফুলের মতো সিনেমায় নাম লেখালেও এখন অবধি নিজের অবস্থান পোক্ত করতে পারেননি তিনি। যদিও নাচ এবং ফ্যাশন দিয়ে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন নার্গিস। তবে সিনেমার হাল ছাড়তে নারাজ এই অভিনেত্রী। শুরু থেকেই নিজেকে প্রমাণের মিশনে নেমেছেন তিনি। যা তার একাধিক কাজে প্রকাশও পেয়েছে।
নার্গিস বলেন, ‘ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার যাত্রা রীতিমতো নির্মম অ্যাডভেঞ্চার ছিল। একটি ই-মেইল পথ দেখিয়েছিল। সবকিছু সুন্দরই ছিল। চেষ্টা ছিল নতুন কিছু শেখার, নিজেতে প্রমাণ করার। কিন্তু শুরুটা বেশ ভালো হলেও বিরতিতে যেতে বাধ্য হয়েছিলাম। যদিও এটাকে আমার দুর্ভাগ্য বলেই মনে করি।’ তবে শুরুর দিকে কিছু ভুল করলেও বিরতি থেকে ফিরে সেই পথে আর হাঁটতে চাচ্ছেন না নার্গিস। বিভিন্ন ঘরানার সিনেমায় নিজেকে যুক্ত করতে চান তিনি।
নার্গিস ফাখরি বলেন, ‘আমার বিশেষ পছন্দের জায়গায় রয়েছে অ্যাকশন-কমেডি। যদিও আমি সকল ঘরানার কাজই উপভোগ করি। সব চরিত্রেই নিজেকে প্রমাণ করতে চাই। সেই প্রস্তুতি নিয়েই ফিরেছি। আমি স্টান্ট করা এবং শক্তিশালী, গতিশীল চরিত্রগুলোকে পছন্দ করি। কারণ অ্যাকশন চলচ্চিত্রের তীব্রতা এবং উত্তেজনা আমাকে আকৃষ্ট করে। অন্যদিকে কমেডি আমাকে একটি ভিন্ন দিক অন্বেষণ করতে দেয়। আসলে আমি মানুষকে আনন্দ দিতে ভালোবাসি।’
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫