ভয়াল ২৫ মার্চ: ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞ

ঢাকা প্রেস নিউজ
আজ ভয়াল ২৫ মার্চ। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামক পরিকল্পিত হামলার মাধ্যমে ঢাকাসহ সারাদেশে ঘুমন্ত ও নিরস্ত্র বাঙালিদের ওপর ইতিহাসের নির্মমতম গণহত্যা চালায়। সেই নারকীয় হত্যাযজ্ঞে আজও শোকাহত জাতি।
একাত্তরের মার্চ মাসে যখন সারাদেশ উত্তাল ছিল আন্দোলনে, তখন ২৫ মার্চ সন্ধ্যায় অসহযোগ আন্দোলনের মাঝেই স্বৈরশাসক ইয়াহিয়া খান গোপনে ঢাকা ত্যাগ করে। মধ্যরাতে পাকিস্তানি সৈন্যরা নিষ্ঠুর ‘অপারেশন সার্চলাইট’ পরিচালনা করে, যেখানে ঘুমন্ত ও নিরস্ত্র মানুষদের ওপর চালানো হয় ইতিহাসের অন্যতম ভয়াবহ হত্যাযজ্ঞ।
ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, রাজারবাগসহ দেশের বিভিন্ন স্থানে আধুনিক অস্ত্রে সজ্জিত হানাদার বাহিনীর অতর্কিত হামলায় শহীদ হন ছাত্র-শিক্ষক, পুলিশ, সেনা সদস্যসহ হাজারো নিরপরাধ মানুষ। তাঁদের আত্মত্যাগের পথ ধরেই শুরু হয় দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, যার মাধ্যমে অর্জিত হয় বাঙালি জাতির কাঙ্ক্ষিত স্বাধীনতা।
জাতি ২৫ মার্চ দিনটিকে জাতীয়ভাবে ‘গণহত্যা দিবস’ হিসেবে স্মরণ করে আসছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা বিশেষ বাণী প্রদান করেন। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানগুলোতে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে ২৫ মার্চের গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া, মুক্তিযুদ্ধ জাদুঘরে সকাল ১০টায় অথবা সুবিধাজনক সময়ে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়ে থাকে।
গণহত্যা দিবস পালন উপলক্ষে সারাদেশে রাত সাড়ে ১০টা থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত (১ মিনিট) প্রতীকী ব্ল্যাক আউট (কেপিআই/জরুরি স্থাপনা ব্যতীত) পালন করা হবে। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনাগুলোতে ২৫ মার্চ রাতে আলোকসজ্জা নিষিদ্ধ থাকবে।
এই দিনে বাঙালি জাতি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়, ইতিহাসের এই নির্মম সত্য কখনও ভুলবে না এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা যথাযথভাবে পৌঁছে দেবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫