|
প্রিন্টের সময়কালঃ ০১ মে ২০২৫ ০৬:৪২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ ডিসেম্বর ২০২৪ ০৭:০৯ অপরাহ্ণ

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল দুই ব্যবসায়ী


মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল দুই ব্যবসায়ী


ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ):-


 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফিট সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন।
 

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে পূর্বাচল উপ-শহরের ৩০০ ফিট সড়কের ভূঁইয়াবাড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আব্দুর রউফ ও শিপন।
 

নিহতদের বন্ধু রাকিব জানান, রউফ ও শিপনের যমুনা ফিউচার পার্ক মার্কেটে মোবাইল ফোনের দোকান রয়েছে। বুধবার মার্কেট বন্ধ থাকায় তারা মোট ১২ জন মোবাইল ব্যবসায়ী মিলে ছয়টি মোটরসাইকেল নিয়ে ঢাকা থেকে ৩০০ ফিট সড়ক হয়ে চাঁদপুরের দিকে যাচ্ছিলেন।
 

রাকিব বলেন, পূর্বাচল ৩নং সেক্টরের ভূঁইয়া বাড়ি ব্রিজে পৌঁছালে রউফ ও শিপনের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়, ফলে ঘটনাস্থলেই তারা নিহত হন।
 

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫