আওয়ামী দোসরকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগবিরোধী মিছিল: ফতুল্লায় যুবদল নেতা মানিককে ঘিরে বিতর্ক
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগরে আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগবিরোধী মিছিল করার অভিযোগ উঠেছে যুবদল নেতা শরিফ হোসেন মানিকের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে এনায়েতনগর এলাকায় আওয়ামী লীগের বিরুদ্ধে একটি মিছিল করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও যুবদল নেতা শরিফ হোসেন মানিক। মিছিলের সামনের সারিতে, মানিকের পাশেই অবস্থান করতে দেখা যায় শাকিল ব্যাপারী নামের এক স্থানীয় বাসিন্দাকে, যিনি এলাকায় আওয়ামী লীগের দোসর হিসেবে সুপরিচিত।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগের শাসনামলে শাকিল ব্যাপারী ছিলেন বহুল আলোচিত ও প্রভাবশালী এক ব্যক্তি। তিনি গডফাদার হিসেবে পরিচিত শামীম ওসমান, জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা চন্দন শীল এবং ফতুল্লা থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও চেয়ারম্যান আসাদুজ্জামানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। এছাড়া শেখ হাসিনার ছবি ব্যবহার করে ধর্মগঞ্জ গুদারা ঘাট ও আশপাশের এলাকা নিয়ন্ত্রণসহ নানা অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকার পতনের পর শাকিল ব্যাপারী কৌশলে নিজের অবস্থান পরিবর্তন করেন। তিনি তার নিয়ন্ত্রণাধীন ঘাট এলাকা থেকে আওয়ামী লীগের দোসরদের ব্যানার সরিয়ে সেখানে যুবদল নেতাদের ছবি ব্যবহার করে নিজেকে যুবদল নেতা হিসেবে পরিচয় দিতে শুরু করেন। একই সঙ্গে আগের মতোই ঘাটসহ বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণে রাখার অভিযোগও করেছেন এলাকাবাসী।
এমন প্রেক্ষাপটে শাকিল ব্যাপারীকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগবিরোধী মিছিল করায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, বিএনপিতে বহু যোগ্য ও ত্যাগী নেতাকর্মী থাকা সত্ত্বেও একজন বিতর্কিত ও আওয়ামী দোসরকে সামনে রেখে মিছিল করা দৃষ্টিকটু ও প্রশ্নবিদ্ধ।
এলাকাবাসী আরও জানান, ‘ডেভিল হান্ট’সহ আইনশৃঙ্খলা বাহিনীর চলমান কঠোর অভিযানের মধ্যেও শাকিল ব্যাপারীর মতো বিতর্কিত ব্যক্তি কীভাবে প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করছেন, তা তাদের কাছে বোধগম্য নয়।
এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণ শাকিল ব্যাপারীর বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫