|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৩:১১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ সেপ্টেম্বর ২০২৪ ০১:৩৫ অপরাহ্ণ

ধীরে ধীরে পুরনো গতিতে ফিরছে রাঙ্গামাটি


ধীরে ধীরে পুরনো গতিতে ফিরছে রাঙ্গামাটি


ঢাকা প্রেস
রাঙ্গামাটি প্রিতিনিধি:-


রাঙ্গামাটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে জীবনযাত্রাও ধীরে ধীরে পুরনো গতিতে ফিরছে।

 

গত সোমবার থেকে শহরের রাস্তায় সিএনজিচালিত অটোরিকশা চলাচল শুরু হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোও খুলেছে। রাঙ্গামাটি-চট্টগ্রাম ও রাঙ্গামাটি-বান্দরবান রুটে বাস চলাচল করলেও, খাগড়াছড়ি রুটে বাস চলাচল এখনো শুরু হয়নি।
 

স্থানীয় বাসিন্দারা আশাবাদী যে, খুব শীঘ্রই রাঙ্গামাটি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে।
 

সাজেক ভ্যালিতে আটকে পড়া পর্যটকরা:

সম্প্রতি সাজেক ভ্যালিতে ৮০০ এরও বেশি পর্যটক আটকে পড়েছেন। অবরোধ প্রত্যাহারের সাথে সাথে তাদেরকে নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে বলে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন জানিয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫