|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০২:৫৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ মে ২০২৪ ১২:৩৯ অপরাহ্ণ

আইপিএলের ফাইনাল শেষে মোট ১৮টি পুরস্কার কে কোনটি পেলেন


আইপিএলের ফাইনাল শেষে মোট ১৮টি পুরস্কার কে কোনটি পেলেন


চেন্নাইয়ের মাটিতে আইপিএল ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে শিরোপা জিতেছে কলকাতা নাইট রাইডার্স। ফাইনাল শেষে মোট ১৮টি পুরস্কার দেওয়া হয়েছে। কারা সেগুলি পেলেন?

আইপিএল চ্যাম্পিয়ন— কলকাতা নাইট রাইডার্স।  

রানার্স আপ— সানরাইজার্স হায়দরাবাদ

ফেয়ার প্লে পুরস্কার— সানরাইজার্স হায়দরাবাদ

সবচেয়ে দামি ক্রিকেটার— সুনীল নারাইন। ৪৮৮ রান +১৭ উইকেট।

অরেঞ্জ  ক্যাপ— বিরাট কোহলি । ৭৪১ রান।

পার্পল ক্যাপ— হর্ষল পটেল  ২৪ উইকেট। 

আইপিএলের উঠতি তারকা— নীতীশ রেড্ডি ।


সবচেয়ে বেশি চার— ট্রেভিস হেড ।

সবচেয়ে বেশি ছক্কা— অভিষেক শর্মা।

সবচেয়ে বেশি স্ট্রাইক রেট— জেক ফ্রেজ়ার-ম্যাকগার্।

আইপিএলের সেরা ক্যাচ— রমনদীপ সিংহ।

আইপিএলের সেরা মাঠ— উপ্পল স্টেডিয়াম, হায়দরাবাদ।


ফাইনালের পুরস্কার:

সবচেয়ে বেশি স্ট্রাইক রেট— বেঙ্কটেশ আয়ার ।
ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য ম্যাচ— মিচেল স্টার্ক ।

ফাইনালে সবচেয়ে বেশি চার— রহমানুল্লা গুরবাজ়।

ফাইনালে সবচেয়ে বেশি ছক্কা— বেঙ্কটেশ আয়ার ।

ফাইনালে সবচেয়ে বেশি ডট বল— হর্ষিত রানা (১ লক্ষ টাকা)

ফাইনালের সেরা ক্রিকেটার— মিচেল স্টার্ক।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫