মাদারগঞ্জে ‘ম্যারাথন প্রতিযোগিতা–২০২৫’ অনুষ্ঠিত
মোঃ আলমগীর হোসাইন, জামালপুর জেলা প্রতিনিধি:-

জামালপুরের মাদারগঞ্জে মানবিক উন্নয়ন ভাবনা ‘মোভ’-এর সার্বিক তত্ত্বাবধানে শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে “মাদারগঞ্জ ম্যারাথন–২০২৫”।
ম্যারাথনটি উপজেলার আশেক মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে বালিজুড়ী শহর প্রদক্ষিণ করে উপজেলা হাওয়াই রোড চত্বর হয়ে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৬০০ জনেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবিক উন্নয়ন ভাবনা (মোভ)-এর সমন্বয়কারী এনামুল হক রিপন খান।
ম্যারাথনের উদ্বোধন করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ।
অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের পর অতিথিরা বক্তব্য রাখেন—
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মনজুরুল কাদের বাবুল খান, পৌর জামায়াতের আমির আতিকুর রহমান সেলিম, মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ, সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, মেডিকেল অফিসার ডা. আহসান হাবীব, আশেক মাহমুদ পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক ইমামুর রশিদ বাবুল, সাবেক ইউপি চেয়ারম্যান শিবলুল বারী রাজু,
উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও, সহকারী পুলিশ সুপার (অব.) জাহাঙ্গীর আলম স্বপন, মাদারগঞ্জ পাইলট হাইস্কুল সভাপতি আলহাজ মাসুদ খান, সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন তালুকদার লেমন এবং মাদারগঞ্জ ম্যারাথন সমন্বয়কারী রাশেদুল ইসলাম লিটনসহ অনেকে।
শেষে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, “আলোকিত সমাজের দিশা সন্ধান ও সৃজনশীল কাজে সম্পৃক্ততাই আমাদের মূল লক্ষ্য।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫