নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশি যুবককে অপহরণ, উত্তপ্ত সীমান্ত এলাকা

বান্দরবান সংবাদদাতা:-
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির বিরুদ্ধে মফিজুর রহমান নামে এক বাংলাদেশি যুবককে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১০ এপ্রিল) সকালে সদর ইউনিয়নের ফুলতলী ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মফিজুর রহমানকে নিজ মালিকানাধীন বাগান থেকে ধরে নিয়ে যায় সশস্ত্র সংগঠন আরাকান আর্মি। ঘটনার পর থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি বলে জানিয়েছে পরিবার।
মফিজুর রহমান পেশায় কাঠুরে। তার মা নুরজাহান বেগম জানান, “ঘটনার দিন সে বাগানে কাঠ আনতে গিয়েছিল। যাওয়ার আগে আমাকে সালাম করে গিয়েছিল। সেখান থেকেই তাকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।”
এ ঘটনার প্রতিবাদে সীমান্ত এলাকার একটি স্কুলে বিক্ষোভ করেন স্থানীয়রা। তারা মিয়ানমারের সঙ্গে সীমান্ত যোগাযোগ বন্ধসহ মফিজুরের দ্রুত মুক্তির দাবি জানান।
স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম আবু তাহের ও জসিম উদ্দিন বলেন, “মফিজ খুবই শান্তশিষ্ট ও পরিশ্রমী ছেলে। কেন তাকে অপহরণ করা হলো, তা বোধগম্য নয়। এ ঘটনায় তিনটি গ্রামের মানুষ ক্ষুব্ধ। আমরা দ্রুত তার মুক্তি চাই।”
বিজিবি-১১-এর অধিনায়ক ও জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কপিল উদ্দিন কায়েস বলেন, “ঘটনার পর থেকেই মফিজুরকে ফেরত আনার চেষ্টা চলছে। যেহেতু এটি দুই দেশের বিষয়, তাই কিছুটা সময় লাগছে। আশা করছি দ্রুত তাকে ফিরিয়ে আনা সম্ভব হবে।”
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, “বিষয়টি এখনই আনুষ্ঠানিকভাবে বলা যাচ্ছে না। তবে ভুক্তভোগীর পরিবারকে থানায় লিখিত অভিযোগ দিতে পরামর্শ দেওয়া হয়েছে।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫