|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৫:৩০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ মার্চ ২০২৫ ১২:৩১ অপরাহ্ণ

আওয়ামী লীগ পরিবর্তন মেনে নিতে পারছে না: সৈয়দা রিজওয়ানা হাসান


আওয়ামী লীগ পরিবর্তন মেনে নিতে পারছে না: সৈয়দা রিজওয়ানা হাসান


ঢাকা প্রেস নিউজ

 

আওয়ামী লীগ পরিবর্তন মেনে নিতে পারছে না উল্লেখ করে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দলটির অর্থে পুষ্ট কিছু ব্যক্তি ও গোষ্ঠী এখনও গুজব ও অপপ্রচার ছড়িয়ে যাচ্ছে।
 

রোববার (২৩ মার্চ) বিকেলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মিলনায়তনে "গণমাধ্যমে ভুল তথ্য প্রচার: উত্তরণের উপায়" শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের এই উপদেষ্টা আরও বলেন, "বিগত সময়ে বিপুল পরিমাণ অপতথ্য ও ভুয়া খবর ছড়ানো হয়েছে। ক্ষমতায় থাকার সময় অর্থনীতি যখন সংকটে পড়েছিল, তখন জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতে নানা ধরনের গল্প তৈরি করা হয়েছে। গণমাধ্যম যাচাই-বাছাই না করেই এসব প্রচার করেছে।"
 

তিনি আরও বলেন, "গণমাধ্যমের প্রধান দায়িত্ব হলো সঠিক তথ্য তুলে ধরা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, অনেক ক্ষেত্রেই বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, যা সমাজে ভুল ধারণার সৃষ্টি করছে। কিছু সংবাদ কেবল ভিউ বাড়ানোর জন্য প্রকাশিত হয়, ফলে প্রকৃত সত্য হারিয়ে যায়।"
 

গণমাধ্যমের মালিকানার বিষয়ে তিনি বলেন, "দেশের অনেক গণমাধ্যম মালিক শুধুমাত্র নিজের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করতেই মিডিয়া প্রতিষ্ঠা করেছেন। তাদের শুরু থেকেই একটি অসৎ উদ্দেশ্য ছিল। এর ফলে জনগণের কাছে প্রকৃত সত্য তুলে ধরার দায়িত্ব কে পালন করবে, সেটি প্রশ্নসাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে। কিছু গণমাধ্যম বিশেষ ব্যক্তিদের টার্গেট করে ভুল তথ্য ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। বারবার মিথ্যা প্রচার করে তা সত্য হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে।"
 

তিনি আরও উল্লেখ করেন, "অনেক গণমাধ্যম ‘জুলাই আন্দোলন’কে মেনে নেয়নি। ৫ আগস্টের একদিন আগেও তারা ছাত্রদের পক্ষে কোনো সংবাদ প্রচার করেনি, অথচ পরবর্তীতে অবস্থান বদলে ফেলেছে। তবে তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। বরং তারা এখনও অপপ্রচার চালিয়ে যাচ্ছে, কারণ তাদের কাছে বিপুল অর্থ ও ক্ষমতা রয়েছে।"
 

অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, "বিগত সরকারের সময় প্রতিটি বিষয়ে অতিরঞ্জিত তথ্য বা ভুল তথ্য দেওয়া হয়েছে।"
 

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, "মূলধারার অনেক গণমাধ্যম বাধ্য হয়ে ভুল তথ্য প্রচার করতে গিয়ে নিজেদের গ্রহণযোগ্যতা হারিয়েছে। ভাইরাল হওয়ার প্রতিযোগিতায় তারা সত্যকে বিকৃত করে পরিবেশন করছে।"


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫