অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে বাসে অচেতন ব্যবসায়ী

রাজধানীতে যাত্রীবাহী বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন মামুনুর রশীদ (৩৮) নামের এক ব্যবসায়ী। অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
মামুনুর রশীদের ঘনিষ্ঠ রাকিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, সাভারের জিরাবোতে বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসা আছে তাঁদের। দুপুরে মালামাল কিনতে আলাদা বাসে চড়ে গুলিস্তানের উদ্দেশে রওনা দেন দুজন। তিনি আগেই গুলিস্তান পৌঁছে যান। এরপর মামুনুরের স্বজনদের কাছ থেকে মুঠোফোনে খবর পেয়ে গুলিস্তানের বিআরটিসি কাউন্টার যান। সেখান থেকে অচেতন অবস্থায় মামুনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। বাসের কন্ডাক্টর মামুনের পকেট থেকে নম্বর পেয়ে ফোন করে স্বজনদের বিস্তারিত জানান।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, অচেতন মামুনুর রশীদকে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫