|
প্রিন্টের সময়কালঃ ১০ এপ্রিল ২০২৫ ০৬:১৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ অক্টোবর ২০২৩ ০৬:১৬ অপরাহ্ণ

বিশ্বকাপে প্রথম ম্যাচে নতুন রেকর্ড বিরাট কোহলি


বিশ্বকাপে প্রথম ম্যাচে নতুন রেকর্ড বিরাট কোহলি


বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমেই নতুন রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি। ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় খেলোয়াড় হিসেবে এখন সবচেয়ে বেশি ক্যাচ নেওয়া ক্রিকেটার তিনি। ম্যাচের তৃতীয় ওভারে জসপ্রিত বুমরাহর বলে স্লিপে মিশেল মার্শের ক্যাচ নিয়ে এই রেকর্ড নিজের করে নেন কোহলি। বিশ্বকাপে ২৮ ম্যাচে তাঁর ক্যাচের সংখ্যা এখন ১৫।

এত দিন ১৪টি ম্যাচ নিয়ে এই রেকর্ড ছিল অনিল কুম্বলের দখলে। ভারতীয় হিসেবে ১২টি ক্যাচ নিয়ে এর পরের অবস্থানে আছেন কপিল দেব ও শচীন টেন্ডুলকার। তবে বিশ্বকাপে সব মিলিয়ে ২৮টি ক্যাচ ধরে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। এর পরের অবস্থানে আছেন ইংল্যান্ডের জো রুটের।

এখন পর্যন্ত বিশ্বকাপে ২০টি ক্যাচ ধরেছেন ইংলিশ এই ব্যাটার। এই তালিকায় বিরাট রয়েছেন ১১ নম্বরে। বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমে দারুণ শুরু পেয়েছে ভারত। নিয়ন্ত্রিত বোলিংয়ে অস্ট্রেলিয়াকে চেপে ধরেছে স্বাগতিকরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ৩৬ ওভারে অজিদের সংগ্রহ মাত্র ১৪০ রান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫