পাহাড়ি ঢল ও বৃষ্টির হাওরে ঢুকছে পানিে

সুনামগঞ্জে বর্ষণ ও পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বাড়ছে। সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি শনিবার (১৭ জুন) বিকেলের তুলনায় রবিবার সকালে এক সেন্টিমিটার কমে ৭.০৪ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। যা বিপৎসীমার ১.৭৬ সেন্টিমিটার নিচে আছে। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জ পয়েন্টে বৃষ্টিপাত হয়েছে ১০০ মিলিমিটার।
নলজুর, ঝালুখালী, পুরাতন সুরমাসহ অন্যান্য নদ-নদীর পানিও বিপৎসীমার নিচে আছে বলে জানিয়েছে পাউবো। এদিকে উজানের ঢল ও বর্ষণে নদীতে পানি এলেও অনেক হাওর পানিশূন্য থাকায় প্রশাসন ফসলরক্ষা বাঁধ কেটে বিভিন্ন হাওরে পানি প্রবেশ করাচ্ছে। ধীরে ধীরে ঢল ও বর্ষণের পানি এভাবে হাওরে প্রবেশ করায় জলজ জীববৈচিত্র্যের জন্য উপকার নিয়ে আসবে বলে জানান সংশ্লিষ্টরা।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-১ মামুন হাওলাদার বলেন, গত ১২ জুন থেকে উজানের ঢল ও বর্ষণে নদ-নদীর পানি বাড়লেও এখনো বিপৎসীমার নিচে আছে।
তবে নদ-নদীর পানি হাওরে প্রবেশ করানোয় চাপ কমছে। তবে ঢল ও বর্ষণ অব্যাহত থাকলে নদ-নদীর পানি বিপৎসীমা উপচে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫