|
প্রিন্টের সময়কালঃ ০১ ডিসেম্বর ২০২৫ ০৯:৩৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ ডিসেম্বর ২০২৫ ০৭:৫৮ অপরাহ্ণ

এপেক্স ক্লাব অফ ঢাকা রয়েলসের প্রথম এজিএমে ফেলোশিপের অঙ্গীকার পুনর্ব্যক্ত


এপেক্স ক্লাব অফ ঢাকা রয়েলসের প্রথম এজিএমে ফেলোশিপের অঙ্গীকার পুনর্ব্যক্ত


নিউজ ডেস্ক-ঢাকা প্রেস


 

ঢাকা, ২৭ ডিসেম্বর ২০২৫, এপেক্স ক্লাব অফ ঢাকা রয়েলসের প্রথম বার্ষিক সাধারণ সভা (AGM) গত ২৭ ডিসেম্বর খিলগাঁওয়ের ‘ভূতের আড্ডা’ কমিউনিটি সেন্টারে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের বিগত বছরের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নতুন নেতৃত্ব গ্রহণকে কেন্দ্র করে সদস্যদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
 

সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি কে এম টিপু সুলতান, এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রাশেদুল আলম মাসুদ


সভাপতির বক্তব্য

সভাপতি কে এম টিপু সুলতান উদ্বোধনী বক্তব্যে বলেন,
“এপেক্স শুধু একটি ক্লাব নয়—এটি সমাজের প্রতি আমাদের অঙ্গীকার। আমরা সেবা, সুনাগরিকত্ব ও ফেলোশিপের মূলনীতি ধারণ করে কাজ করে যেতে চাই।”
তিনি সদস্যদের ঐক্য ও মানবিক মূল্যবোধ বজায় রেখে সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয় হতে আহ্বান জানান।


প্রধান অতিথির বক্তব্য

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (সিআইডি) সাইফুল ইসলাম। তিনি এপেক্সের কার্যক্রমের প্রশংসা করে বলেন,
যুবসমাজকে সমাজসেবা ও মানবিক কাজে সম্পৃক্ত করতে এপেক্সের মতো সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি সাইবার অপরাধ, মাদক ও সন্ত্রাস প্রতিরোধে তরুণদের সচেতন ভূমিকা রাখার প্রতি গুরুত্ব আরোপ করেন।


বিশেষ অতিথিদের বক্তব্য

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

  • ডিস্ট্রিক্ট গভর্নর–২ কামরুজ্জামান অপু

  • ডিস্ট্রিক্ট গভর্নর–২ ইলেক্ট রিপা

তারা ক্লাবের অগ্রগতি, সদস্যদের ঐক্য এবং পরিচালনার ধারাবাহিকতা দেখে সন্তোষ প্রকাশ করেন। বক্তৃতায় উল্লেখ করা হয় যে, নতুন ক্লাব হয়েও অল্প সময়ের মধ্যে এপেক্স ক্লাব অফ ঢাকা রয়েলস উল্লেখযোগ্য সুনাম অর্জন করেছে।


২০২৬ সালের নতুন নির্বাহী কমিটি

সভায় ২০২৬ সালের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়:

  • সভাপতি: আব্দুল কাইয়ুম ম্যাক

  • সাধারণ সম্পাদক: ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম ভূঁইয়া
    এছাড়া ইমরান রাজন, মোঃ জহিরুল ইসলাম, এডভোকেট নজরুল ইসলাম, শাওন আহমেদ, ফাইজুর রহমান রোমান এবং রাহিতুল আপন বিভিন্ন পদে নির্বাচিত হন।

     

তারা ভবিষ্যৎ পরিকল্পনায় রক্তদান কর্মসূচি, স্কিল ডেভেলপমেন্ট, পরিবেশ সুরক্ষা উদ্যোগ, সমাজের অসহায় মানুষের সহায়তা এবং সেবা কার্যক্রমকে প্রাধান্য দেওয়ার ঘোষণা দেন।


ক্লাবের মূলনীতি

সভায় এপেক্স ক্লাবের তিনটি প্রধান মূলনীতি পুনরায় উচ্চারণ করা হয়—
🔹 সেবা
🔹 সুনাগরিকত্ব
🔹 ফেলোশিপ

সদস্যদের পারস্পরিক সৌহার্দ্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করা হয়।


২০২৬ সালের অনুমোদিত প্রকল্পসমূহ

নতুন বছরকে সামনে রেখে যে প্রকল্পগুলো অনুমোদিত হয়—

  • সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তা

  • স্বাস্থ্যসেবা ক্যাম্প

  • নারী নিরাপত্তা ও সচেতনতা কর্মসূচি

  • বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ

  • বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য লিডারশিপ ট্রেনিং

  • মানসিক স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম


জমজমাট আয়োজন ও সমাপনী অনুষ্ঠান

সদস্যদের সক্রিয় অংশগ্রহণে পুরো অনুষ্ঠান ছিল প্রাণবন্ত। বিভিন্ন পর্বে মতামত ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয় এবং সদস্যরা ক্লাবের সফলতা এগিয়ে নিতে অঙ্গীকার ব্যক্ত করেন। সমাপনী অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা প্রদান করা হয়।
 

শেষে নৈশভোজের মাধ্যমে এপেক্স ক্লাব অফ ঢাকা রয়েলসের প্রথম AGM আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫