নেইমারের আবারও ইনজুরি: এক বছর পর মাঠে ফিরে কষ্ট

ঢাকা প্রেস,স্পোর্টস ডেস্ক:-
দীর্ঘ এক বছর পর মাঠে ফিরে আবারও ইনজুরিতে পড়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। গত বছর ১৭ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। এরপর ৩৬৯ দিন পর গত ২২ অক্টোবর আল হিলালের হয়ে মাঠে ফেরার পর দুই ম্যাচেই ইনজুরিতে পড়েছেন।
সোমবার (৪ নভেম্বর) রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগে এস্তেগলালের বিপক্ষে ম্যাচে ৫৮তম মিনিটে মাঠে নামেন নেইমার। কিন্তু মাত্র আধা ঘণ্টা খেলার পরই ডান পায়ে টান অনুভব করে মাঠ ছাড়তে বাধ্য হন। ইনস্টাগ্রামে একটি পোস্টে নেইমার নিজেই জানিয়েছেন, এক বছর পর মাঠে ফিরে এমনটা হওয়া স্বাভাবিক। চিকিৎসকরা আগেই তাকে সতর্ক করেছিলেন।
নেইমারের এই বারের ইনজুরি কতটা গুরুতর তা এখনও স্পষ্ট নয়। তবে বারবার ইনজুরিতে পড়ায় তার ফুটবল ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আল হিলাল ও ব্রাজিল দল উভয়কেই নেইমারের সেরা রূপ ফিরিয়ে আনতে ধীরে ধীরে এগোচ্ছে। কিন্তু বারবার ইনজুরির কারণে ব্রাজিলের আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের স্কোয়াডে নেইমারের নাম নেই। আপাতত তিনি শুধু এএফসি চ্যাম্পিয়নস লিগেই খেলবেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫