|
প্রিন্টের সময়কালঃ ০৩ এপ্রিল ২০২৫ ১০:২৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ মার্চ ২০২৫ ০২:১৯ অপরাহ্ণ

বাংলাদেশে মুজিববাদী রাজনীতির কোনো ভবিষ্যৎ নেই: নাহিদ ইসলাম


বাংলাদেশে মুজিববাদী রাজনীতির কোনো ভবিষ্যৎ নেই: নাহিদ ইসলাম


ঢাকা প্রেস নিউজ

 

আগামী বাংলাদেশের রাজনীতি ও নির্বাচনে মুজিববাদী রাজনীতির কোনো স্থান থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
 

বুধবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বিএনপি এই ইফতারের আয়োজন করে।
 

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশে এমন রাজনৈতিক দল ও পক্ষ রয়েছে, যারা একটি অংশগ্রহণমূলক নির্বাচন পরিচালনা করতে এবং দেশের মানুষের প্রতিনিধিত্ব করতে সক্ষম। তাই ৫ আগস্ট বাংলাদেশের জনগণ যে শক্তিকে পরাজিত করেছে—মুজিববাদ ও ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিতাড়িত করেছে—আগামীতে সেই মুজিববাদী রাজনীতির আর কোনো স্থান থাকবে না। দলটির বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া চলমান, ফলে এ বিষয়ে প্রশ্ন তোলারও সুযোগ নেই।’
 

নাহিদ ইসলাম দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য ও নীতিগত পার্থক্য থাকবে, সমালোচনা থাকবে, তবে সবাই দেশের ও জনগণের স্বার্থে একসঙ্গে বসতে ও আলোচনা করতে পারবে।’
 

তিনি আরও বলেন, রাজনৈতিক নেতৃত্বের অভ্যন্তরে বিভক্তি সৃষ্টি হলে অরাজনৈতিক শক্তিগুলো সুযোগ গ্রহণ করে। ‘বাংলাদেশের ইতিহাসে আমরা একাধিকবার এমন ঘটনা দেখেছি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকা গুরুত্বপূর্ণ,’ বলেন এনসিপির আহ্বায়ক।
 

ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসররা এখনো বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশের ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন করতে হবে। ভবিষ্যতে দেশের নেতৃত্ব যার হাতেই যাক না কেন, একটি নতুন ও কার্যকর রাজনৈতিক কাঠামো গড়ে তোলা জরুরি।’


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫