 
                            
২০২৪ সালের 'ফোর্বস থার্টি আন্ডার থার্টিতে' ৩০ অনূর্ধ্ব ৩০ শীর্ষক এশিয়া ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন ৯ বাংলাদেশি তরুণ। যারা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে পরিবর্তন আনছেন এবং উদ্ভাবন করে যাচ্ছেন। বিখ্যাত বিজনেস জার্নাল ফোর্বস ২০১১ সালে প্রথমবারের মতো ‘৩০ অনূর্ধ্ব ৩০’ তালিকা প্রকাশ করে। ব্যবসা ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ৩০ বছরের কম বয়সী ৩০ জনকে নিয়ে তালিকাটি তৈরি করা হয়। এ বছর ৩০ বছরের কম বয়সী ৯ জন বাংলাদেশিকে বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদানের জন্য স্বীকৃতি দেওয়া হয়েছে। ক্ষেত্রগুলো হলো: কলা, প্রযুক্তি, মিডিয়া, ফিনান্স এবং আরও বেশকিছু ক্ষেত্রে।
এ বছর ফোর্বস ৩০ অনূর্ধ্ব ৩০-তে জায়গা করে নেওয়া ৯ বাংলাদেশি হলেন:
আনুশা আলমগীর, মেহেদি স্মরণ (হ্যালো টাস্ক), রেদোয়ান আহমেদ, মো. শহিদুল ইসলাম, আব্দুল গাফফার সাদী এবং এমডি তুষার (দ্রুত লোন), সুলতান মনি, মুমতাহিনা আনিকা (যাতিক), ফাহাদ আহমেদ (উইন্ড অ্যাপ) আনুশা আলমগীর: প্ল্যাটোফর্মের প্রতিষ্ঠাতা ও সিইও, একটি এআই-চালিত শিক্ষা প্রযুক্তি প্ল্যাটফর্ম।
মেহেদী স্বরণ: অ্যাগ্রোস্টার্টের প্রতিষ্ঠাতা ও সিইও, একটি কৃষি প্রযুক্তি স্টার্টআপ।
রেদোয়ান আহমেদ: প্যাডিশেয়ারের প্রতিষ্ঠাতা ও সিইও, একটি ফিচার ফোন-ভিত্তিক মোবাইল পেমেন্ট প্ল্যাটফর্ম।
মোঃ আশরাফুল হক: বাক্সফুলের প্রতিষ্ঠাতা ও সিইও, একটি ফ্রিজিট-টু-ডোর গ্রোসারি ডেলিভারি সার্ভিস।
শাওন সুবর্ণ: চালডালের প্রতিষ্ঠাতা ও সিইও, একটি অনলাইন গ্রোসারি স্টোর।
হাসিব হোসেন: ড্রিমহাউসের প্রতিষ্ঠাতা ও সিইও, একটি রিয়েল এস্টেট প্রপার্টি টেক স্টার্টআপ।
মোঃ সাইফুল ইসলাম: শুপড্রপের প্রতিষ্ঠাতা ও সিইও, একটি অন-ডিমান্ড ডেলিভারি সার্ভিস।
মোঃ রেজওয়ানুল রহমান: প্যাথওয়েজের প্রতিষ্ঠাতা ও সিইও, একটি ডায়াগনস্টিক টেস্ট প্রোভাইডার।
মোঃ আবিদুর রহমান: চিজগুলোর প্রতিষ্ঠাতা ও সিইও, একটি ই-কমার্স প্ল্যাটফর্ম।
 
                                                
                                                 
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                         
                                        
                                        
                                    