|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:০৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ আগu ২০২৪ ০৯:২৭ অপরাহ্ণ

নয়াপল্টনে উল্লাসের ঢেউ: বিএনপি কার্যালয় জনসমুদ্রে


নয়াপল্টনে উল্লাসের ঢেউ: বিএনপি কার্যালয় জনসমুদ্রে


ঢাকা প্রেস নিউজ


দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় আজ জনসমুদ্রে পরিণত হয়েছে। শেখ হাসিনার পদত্যাগের খবরের পর থেকেই দলীয় নেতা-কর্মীদের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে কার্যালয়।

 

গতকাল সোমবার থেকেই কার্যালয়ে নেতা-কর্মীদের ভিড় শুরু হলেও আজ মঙ্গলবার তা আরও বেড়েছে। দীর্ঘদিন পর নিজেদের কার্যালয়ে ফিরে আসতে পেরে নেতা-কর্মীরা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছেন। বিভিন্ন স্লোগান দিয়ে তারা তাদের আনন্দ ব্যক্ত করছেন।
 

এর আগে, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে পুলিশের অভিযানের পর কার্যালয়টি বন্ধ করে দেওয়া হয়েছিল। দীর্ঘদিন পর আবার কার্যালয় খুলে দেওয়ায় দলীয় নেতারাও আগত নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ অনেকেই কার্যালয়ে উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫