|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ১২:২০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ জুন ২০২৪ ১২:২০ পূর্বাহ্ণ

নওগাঁয় নারী উদ্যোক্তাদের মিলনমেলা


নওগাঁয় নারী উদ্যোক্তাদের মিলনমেলা


ঢাকা প্রেস
নওগাঁ প্রতিনিধি:-

 

নওগাঁয় নারী উদ্যোক্তাদের অফ লাইন মিটিং ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। 

 

আজ শনিবার ( ৮ জুন) সন্ধ্যায় সদর উপজেলা অডিটোরিয়ামে উই টিম নওগাঁর আয়োজনে প্রায় শতাধিক নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন উইমেন এ্যান্ড ই-কমার্স ট্রাস্ট ( উই) এর সভাপতি নাসিমা আক্তার নিশা। 

 

উদ্যোক্ততারা বলেন- “একতাই বল” তাই নওগাঁর উদ্যোক্তারা ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার প্রচেষ্টার জন্যই এই মিলন মেলার আয়োজন করা হয়েছে। জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা শতাধিক উদ্যোক্তা রয়েছেন। পরবর্তীকালে সবাইকে একত্রিত করার চেষ্টা করা হবে এবং এই ধরনের অফ লাইন মিটিং-এ এসে অনেক কিছু জানতে পারছে উদ্যোক্তারা।

 

উই এর নওগাঁ জেলা প্রতিনিধি সারমিন সুলতানা বলেন- নওগাঁর বাহিরে বিভিন্ন থানা থেকে নারী উদ্যোক্তাদের নিয়ে এ আয়োজন করা হয়েছে। নারীরা প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে উই গ্রুপের মাধ্যমে আর আমাদের সভাপতি এসেছে বলে নারীরা আনন্দে অংশগ্রহন করেছেন কারন তার মাধ্যমে নারীরা অনেক সুফল পাচ্ছেন ই-কমার্সে। এই প্রথম নারী উদ্যোক্তাদের নিয়ে বিশাল মিটাপ অনুষ্ঠিত হলো যা সত্যিই ভালো লাগার বিষয়। 

এ সময় উইয়ের ডিরেক্টর ডাঃ সালমা পারভীন, ওয়ার্কিং কমিটির ডিরেক্টর তাজরিন তামান্না ইসলাম লুবা,ডিভিশনাল হেড মাহবুবা আক্তার জাহান,মডারেটর রুওয়াইদা তানজিদা শ্রাবণীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫