|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৩:১৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ জুন ২০২৪ ১১:৪৮ পূর্বাহ্ণ

সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর বিষয়ে আদেশ: ২১ জুলাই রায়


সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর বিষয়ে আদেশ: ২১ জুলাই রায়


ঢাকা প্রেস নিউজ

সুপ্রিম কোর্টের দুই আইনজীবী, মোহাম্মদ মহসিন রশীদ ও শাহ আহমেদ বাদল, প্রধান বিচারপতিকে লেখা একটি চিঠিতে এমন কিছু বক্তব্য দেন যা বিচার বিভাগের মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করে বলে অভিযোগ ওঠে।

এই অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়।
 

আদালতের আদেশ:
রোববার (৩০ জুন, ২০২৪) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ এই মামলার শুনানি ধার্য করেছেন ২১ জুলাইয়ের জন্য।

আদালতে উপস্থিত হয়ে দুই আইনজীবী তাদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। তারা বলেছেন, ভবিষ্যতে আর এই ধরনের চিঠি লিখবেন না।

 

ওই চিঠিতে তারা বিচার বিভাগের বিরুদ্ধে কিছু অভিযোগ তুলেছিলেন এবং ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জনের কর্মসূচির সমর্থনে মতামত দিয়েছিলেন।

এর আগে ১১ জানুয়ারি আপিল বিভাগ এই দুই আইনজীবীকে চার সপ্তাহ সুপ্রিম কোর্টে কোনো মামলা পরিচালনা করতে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

২১ জুলাই আদালত দুই আইনজীবীর বিরুদ্ধে চূড়ান্ত রায় দেবেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫