|
প্রিন্টের সময়কালঃ ২৪ জানুয়ারি ২০২৫ ০৯:৪৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ জানুয়ারি ২০২৫ ০৩:০১ অপরাহ্ণ

মোংলা বন্দরে নিলামে উঠেছে দামি ৭০টি গাড়ি


মোংলা বন্দরে নিলামে উঠেছে দামি ৭০টি গাড়ি


ঢাকা প্রেস,মোংলা বন্দর প্রতিনিধি:-
 

মোংলা বন্দরে আমদানিকারকদের পক্ষ থেকে সময়মতো গাড়ি ছাড় না করায় শেষ পর্যন্ত নিলামে উঠেছে আটকে থাকা ৭০টি দামি গাড়ি। সোমবার মোংলা কাস্টমস হাউস এ গাড়িগুলো নিলামে তোলে।
 

মোংলা কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. রুবেল হাসান মঙ্গলবার (২১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন।
 

মোংলা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক সূত্রে জানা যায়, মোংলা বন্দরে আমদানি হওয়া ৩০০টি গাড়ি, যেগুলো কাস্টমসের কাছে গত মাসে হস্তান্তর করা হয়, এর মধ্যে ৭০টি বিলাসবহুল গাড়ি সোমবার নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির মধ্যে রয়েছে এলিয়ন, ফিল্ডার, হাইব্রিড, প্রাডো ল্যান্ড ক্রুজার, ভেসেল, হারিয়ারসহ অন্যান্য নামীদামি মডেল।
 

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মো. মাকরুজ্জামান বলেন, "পদ্মা সেতুর কারণে যোগাযোগব্যবস্থা সহজ হওয়ায় এখানে গাড়ি আমদানি বৃদ্ধি পেয়েছে। তবে বাণিজ্যিক জাহাজ থেকে খালাসের পর অনেক গাড়ি দীর্ঘদিন ছাড় না করায়, শেডে জায়গা ফাঁকা রাখতে এবং একে অপরের ওপরের প্রভাব রোধ করতে কাস্টমসকে নিলামের মাধ্যমে বিক্রি করার জন্য চাপ দেওয়া হয়। এছাড়া, এসব গাড়ি দীর্ঘদিন পড়ে থাকার কারণে অকেজো হয়ে পড়ছিল।"
 

মোংলা কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. রুবেল হাসান বলেন, "২০০৯ সালের ৩ জুন জাপান থেকে মোংলা বন্দরে গাড়ি আমদানি শুরু হয় এবং বর্তমানে মোংলা কাস্টমসের রাজস্ব আয়ের প্রায় ৫২% আসে এসব গাড়ির শুল্ক থেকে। তবে, দীর্ঘদিন গাড়ি বন্দরে পড়ে থাকার কারণে অন্যান্য পণ্য রাখার জায়গা সংকট সৃষ্টি হয়।"
 

তিনি আরও বলেন, "নিলাম প্রক্রিয়া চালু থাকলে ব্যবসায়ীদের জন্য সুবিধাজনক হবে এবং রাজস্ব আদায়ও সঠিক সময়ে সম্ভব হবে। আমদানিকারকরা নির্ধারিত সময়ে গাড়ি ছাড় না করলে তা নিলামে বিক্রি করা হয়। সেই ধারাবাহিকতায় সোমবার ৩০০টি গাড়ির মধ্যে ৭০টি বিলাসবহুল গাড়ি নিলামে তোলা হয়েছে।"
 

এছাড়া, তিনি জানান, ব্যবসায়ীরা ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং মোংলা কাস্টমস হাউসে দরপত্র জমা দিয়ে অনলাইনে বিট করেছেন। আগামী ২৯ জানুয়ারি দরপত্র খোলা হবে এবং যাচাই-বাছাই শেষে সর্বোচ্চ দরদাতাকে গাড়ির বিক্রয় আদেশ দেওয়া হবে। বাকি ২৩০টি গাড়িও পর্যায়ক্রমে নিলামে উঠবে।
 

মোংলা কাস্টমস হাউসে গত ২০২৩-২৪ অর্থবছরে ১৪টি নিলামে মোট ২২০০ গাড়ি তোলা হলেও, তার মধ্যে মাত্র ২০০টি গাড়ি বিক্রি করা সম্ভব হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫