|
প্রিন্টের সময়কালঃ ২১ মে ২০২৫ ০৪:৪৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ মে ২০২৫ ০৬:১৫ অপরাহ্ণ

এনবিআর বিভাজন নিয়ে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে: অর্থ উপদেষ্টা


এনবিআর বিভাজন নিয়ে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে: অর্থ উপদেষ্টা


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দ্বি-ভাগকরণ নিয়ে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান ঘটেছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, এনবিআরের ‘রাজস্ব নীতি’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা’—এই দুটি বিভাগে ভাগ থাকার সিদ্ধান্ত বহাল থাকবে।
 

আজ মঙ্গলবার সচিবালয়ে কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “আমরা ২ জুন বাজেট দেব, এরপর এনবিআর বিভাজন বাস্তবায়নের কাজ শুরু হবে। যত দ্রুত সম্ভব গেজেট প্রকাশ করা হবে।”
 

তিনি আরও বলেন, “এ বিষয়ে অনেক কাজ রয়েছে। বাস্তবতা ও দেশের স্বার্থ বিবেচনায় যেটি অনুমোদন দেওয়া হয়েছে, সেটিই কার্যকর থাকবে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কিছু যৌক্তিক দাবি বিবেচনায় নেওয়ার চেষ্টা করা হবে। বিধি অনুযায়ী যা করা সম্ভব, সেটাই করা হবে।”
 

ভবিষ্যতে এ বিষয়ে আর কোনো আনুষ্ঠানিক বৈঠক হবে না বলেও জানান উপদেষ্টা। তিনি বলেন, “তাদের উপদেষ্টা কমিটি বিষয়টি নিয়ে নিজেরাই আলোচনা করবে।”
 

আজকের বৈঠক সম্পর্কে মতামত জানতে চাইলে ড. সালেহউদ্দিন বলেন, “আজকের বৈঠক ফলপ্রসূ হয়েছে।” তবে এনবিআর বিভাজনের কাজ শুরু হবে গেজেট প্রকাশের পরই। এ কাজ সম্পন্ন করতে কত সময় লাগবে—এমন প্রশ্নে তিনি বলেন, “চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে।”
 

আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা বলেছি, আন্দোলন থেকে সরে আসতে। তারা কী বলেছে, তা নিয়ে আমার কিছু আসে যায় না।”
 

এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান জানান, অর্থ উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টারা কর্মকর্তাদের বক্তব্য শুনেছেন এবং মন্ত্রণালয় এখন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এনবিআরের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হবে।
 

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান, অর্থ মন্ত্রণালয় এবং এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 

উল্লেখ্য, গত ১২ মে রাতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এনবিআরকে দুটি বিভাগে বিভক্ত করা হয়। তবে এতে কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের মতামত উপেক্ষিত হয়েছে বলে অভিযোগ ওঠে। এ নিয়ে গত কয়েক দিন ধরে এনবিআরের অনেক কর্মকর্তা কলম বিরতি পালন করে প্রতিবাদ জানিয়ে আসছেন। সংশ্লিষ্টরা এখন সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫