|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ০৬:১৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ ডিসেম্বর ২০২৪ ০১:৪০ অপরাহ্ণ

পার্বত্য উপদেষ্টা: প্রধান উপদেষ্টা লোক দেখানো পরিবর্তন চান না


পার্বত্য উপদেষ্টা: প্রধান উপদেষ্টা লোক দেখানো পরিবর্তন চান না


ঢাকা প্রেস,রাঙ্গামাটি প্রতিনিধি:-

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শুধু লোক দেখানো পরিবর্তন চান না, বরং তিনি এমন এক পরিবর্তন চান যা সবার জন্য সঠিক ও নির্ভয়ে চর্চা করা যাবে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা শনিবার (২১ ডিসেম্বর) রাঙ্গামাটির মোনঘরের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের সমাপনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন।
 

তিনি আরও বলেন, "ড. মুহাম্মদ ইউনূস সেই পরিবর্তন চান যা সবার জন্য আসবে এবং ৫ আগস্টের যে পরিবর্তন এসেছে, তা সবার জন্য। অধিকার সবার জন্য, এবং এই অধিকার প্রতিষ্ঠার জন্যই এই পরিবর্তন এসেছে।"
 

সুপ্রদীপ চাকমা আরও উল্লেখ করেন, "আমরা যখন আমাদের অধিকার প্রতিষ্ঠা করি, তখন আমাদের উচিত দেশ, রাষ্ট্র ও সংবিধানের প্রতি আমাদের দায়িত্বও পালন করা।"
 

মোনঘরের সুবর্ণজয়ন্তী উদযাপনের সমাপনী অধিবেশনের আলোচনা সভায় রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. শওকত ওসমান, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 

আলোচনা সভার পর মোনঘরের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫