কুড়িগ্রামে বিআরটিএ অফিসে দুদকের অভিযান: ঘুষসহ আটক ১, ৩ দিনের কারাদণ্ড

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
সারাদেশব্যাপী ৩৬ জেলার বিআরটিএ অফিসে পরিচালিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রামে বিআরটিএ অফিসে অভিযান চালানো হয়েছে।
বুধবার (৭ মে) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ অভিযানে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন করে দেওয়ার কথা বলে ঘুষ নেওয়ার সময় রাজু মিয়া নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। তার কাছ থেকে ১২ হাজার টাকা উদ্ধার করা হয়।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েকুল হাসান খান রাজু মিয়াকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
দুদকের কুড়িগ্রাম কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. আতিকুর রহমান জানান, আটক রাজু মিয়া বিআরটিএ অফিসের কর্মচারী না হলেও দীর্ঘদিন ধরে অতিরিক্ত অর্থের বিনিময়ে গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স প্রদানে সহায়তা করে আসছিলেন। বিআরটিএ অফিসে কোনো ধরনের অনিয়ম রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫