|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০১:৩৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ জানুয়ারি ২০২৪ ০৪:৪৪ অপরাহ্ণ

ফের ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান


ফের  ৭ দশমিক ৬  মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান


৯ই জানুয়ারি মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪:২৩ মিনিটে জাপানের মধ্যাঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্র ছিল প্রত্যন্ত নোতো উপদ্বীপে। ভূমিকম্পের ফলে জাপানের ইশিকাওয়া, তোয়ামা, নিগাতা ও ফুকুশিমা প্রশাসনিক অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ভূমিকম্পের ফলে ইশিকাওয়া ও তোয়ামা প্রশাসনিক অঞ্চলের ৩৬ হাজারের বেশি পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভবন ও স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জাপানের আবহাওয়া বিভাগ জাপান সাগরের পশ্চিম উপকূলে সুনামি সতর্কতা জারি করেছিল। তবে, সুনামিতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ভূমিকম্পের ফলে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, "ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণ করা এখনও সম্ভব হয়নি। আমরা ক্ষতিগ্রস্তদের জন্য সব ধরনের সহায়তা প্রদান করব।"

জাপান একটি ভূমিকম্পপ্রবণ দেশ। ২০১১ সালের ১১ই মার্চ জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৯ দশমিক ০ মাত্রার ভূমিকম্প ও সুনামি আঘাত হানে। এতে প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫