ভ্রমণের আগে পরে বা ভ্রমণকালীন কিছু বিষয় মেনে চলা জরুরি। সবকিছু গুছিয়ে, সুন্দর মনে পরিবারের সদস্য কিংবা বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়ার আগে যে বিষয়গুলো মনে রাখা জরুরি :
ভ্রমণ শুরুর আগে ভরপেট না খাওয়া ভাল। দীর্ঘ ভ্রমণে পা দুটো যতটা সম্ভব ছড়িয়ে বসতে হবে। মাঝে মাঝে পা নাড়াচাড়া করতে হবে যাতে রক্ত চলাচল ঠিক থাকে। নির্ধারিত স্টেশন ছাড়া অন্য স্থান থেকে বাস, ফেরি, নৌকা ইত্যাদিতে ওঠানামা বর্জন করুন।
সাবধানতা
মালপত্র ছেড়ে দূরে কোথাও না যাওয়াই ভাল। হাল্কা মালের প্রতি সজাগ থাকুন, বিশেষত সিকিউরিটি তল্লাশির সময়। মুদ্রা বিনিময় করার সময় একবারে মোটা টাকার চেয়ে বারে বারে অল্প পরিমাণ বিনিময় করাই ভালো। যাত্রা শুরু করার সময় মালপত্রের একটি তালিকা তৈরি করে কাছে রাখতে হবে। হোটেল বা বাসস্থান থেকে কোথাও গেলে সঙ্গে টাকা-পয়সা রাখবেন অবশ্যই। একা একা অচেনা পথে বেরোবেন না।
ভ্রমণের সময় খেয়াল রাখুন
মানিব্যাগ সাবধানে রাখবেন। সব টাকা মানিব্যাগে না রেখে কিছু টাকা অন্য কোন জায়গায় লুকিয়ে রাখুন। একটি কার্ডে আপনার ঠিকানা লিখে রাখবেন। ব্যাগ হারিয়ে গেলে কোন হৃদয়বান ব্যক্তি পেয়ে থাকলে ফেরত পাওয়ার সম্ভাবনা থাকবে। ভ্রমণে দামী মোবাইল রাখা উচিত নয়। কারণ ভ্রমণকালীন ছিনতাইকারীর কবলে পড়ার আশঙ্কা বেশি।ভ্রমণে একটি ডিজিটাল ক্যামেরা সঙ্গে রাখবেন। বর্তমানে ৫ হাজার থেকে ৬ টাকায় ডিজিটাল ক্যামেরা পাওয়া যায়। সন্ধ্যার পর অথবা বেশি রাত পর্যন্ত হোটেলের বাইরে অবস্থান করবেন না।
যা থেকে বিরত থাকবেন
পর্যাপ্ত টাকা-পয়সা না নিয়ে ভ্রমণে বের হবেন না। আনন্দ করতে গিয়ে বেশি আবেগপ্রবণ হবেন না। অন্যের ডিস্টার্ব হয় এমন কাজ বা আনন্দ করতে যাবেন না। হোটেলে হইচই বা চিৎকার-চেঁচামেচি করবেন না। নিষিদ্ধ এরিয়ায় ঢুকবেন না। কিংবা গাইডের নির্দেশনা অমান্য করে কোন কাজ করবেন না। নিজের সঙ্গীদের ছেড়ে বা না বলে একা একা কোথাও চলে যাবেন না।
হোটেল বা যেখানে থাকবেন
যেখানে থাকবেন চেষ্টা করবেন সরাসরি বাইরের পরিবেশ দেখা যায় এমন রুমে থাকতে। তাহলে আপনার ভ্রমণের মজাটা পাবেন একটু বেশিই। হোটেল হলে নিয়ম-কানুন মেনে চলুন। শুরুতেই হোটেল কর্তৃপক্ষের সঙ্গে পরিচিত হয়ে নিন। বাইরে গেলে হোটেলের নাম-ঠিকানা, ফোন নম্বর সঙ্গে রাখুন। হোটেলের ভেতর জিনিসপত্র নিজ দায়িত্বে রাখুন। বাইরে যাওয়ার সময় দরজা লক করে যাবেন। হোটেল বয়দের সঙ্গে ভাল ব্যবহার করবেন। প্রয়োজনে কাজ ও আন্তরিকতা ভালো দেখলে কিছু টিপস দিতে পারেন।