আফগানদের হোয়াইটওয়াশ করতে যে একাদশে নামবে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক:-
টি২০ ক্রিকেটে বাংলাদেশ ও আফগানিস্তানের দ্বৈরথ এখন এক রোমাঞ্চকর প্রতিদ্বন্দ্বিতার নাম। গত বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে ওঠে আফগানরা—সেই থেকে নিজেদের এশিয়ার দ্বিতীয় সেরা দল ভাবতে শুরু করে তারা। এমনকি এবারের এশিয়া কাপেও রশিদ খান ঘোষণা দিয়েছিলেন, ‘আমরাই এশিয়ার দ্বিতীয় সেরা দল।’ কিন্তু সেই দাবি টিকেনি বেশিদিন। বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছে হেরে প্রথম রাউন্ডেই বিদায় নিতে হয় আফগানদের। বিপরীতে, শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ।
এশিয়া কাপে পাওয়া সেই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছে জাকের আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে টানা দুই ম্যাচে দারুণ ক্রিকেট খেলে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। আজ একই ভেন্যুতে শেষ ম্যাচে নামবে তারা—লক্ষ্য, জয়ের ধারাবাহিকতা বজায় রেখে আফগানদের ধবলধোলাই করা।
বোলিংয়ে চোখে পড়ছে উন্নতি
শ্রীলঙ্কা সফর থেকেই বাংলাদেশ দলের বোলিং বিভাগ ধারাবাহিকভাবে ভালো করছে। বর্তমান সিরিজেও সেই ধারার উজ্জ্বল প্রতিফলন দেখা যাচ্ছে। পেসারদের পাশাপাশি স্পিন বিভাগেও চমৎকার পারফরম্যান্স দিচ্ছেন বাঁহাতি নাসুম আহমেদ ও লেগ স্পিনার রিশাদ হোসেন।
গত ম্যাচে শরিফুল ইসলাম ছিলেন অনবদ্য—বল ও ব্যাট দুই বিভাগেই অবদান রেখে হয়েছেন ম্যাচসেরা। অন্যদিকে, উইকেট না পেলেও মোহাম্মদ সাইফউদ্দিন চার ওভারে দিয়েছেন মাত্র ২২ রান, যা দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রধান কোচ ফিল সিমন্স বলেন,
“আমাদের বোলিং ক্রমেই উন্নতি করছে। এখন আমরা যে কোনো কম্বিনেশনে আত্মবিশ্বাসী।”
তিনি আরও যোগ করেন,
“আফগানিস্তান ভালো শুরু করেছিল, কিন্তু আমাদের বোলাররাই তাদের থামিয়ে দিয়েছে।”
পরিবর্তন আসতে পারে একাদশে
গত ম্যাচে মুস্তাফিজুর রহমান ছিলেন ছন্দহীন—৪ ওভারে ৪০ রান দিয়ে উইকেটশূন্য। তাই ওয়ানডে সিরিজের কথা মাথায় রেখে তাকে আজ বিশ্রাম দেওয়া হতে পারে। তার জায়গায় দেখা যেতে পারে তানজিম হাসান সাকিবকে। অন্যদিকে, সাইফউদ্দিন বিশ্রাম পেলে দলে ফিরতে পারেন তাসকিন আহমেদ।
ব্যাটিংয়ে স্থিতিশীলতা দরকার
বাংলাদেশের ব্যাটিং লাইনআপে এখনও কিছুটা ওঠানামা রয়েছে। প্রথম দুই ম্যাচে ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন হাফ সেঞ্চুরি করলেও দ্বিতীয় ম্যাচে তারা ব্যর্থ হন। মাঝের সারিতে জাকের আলী ও শামীম হোসেন দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ের ভিত গড়েন। পরে নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলামের জুটিতে সহজ জয় নিশ্চিত হয়।
টি২০ মুখোমুখি পরিসংখ্যান
দুই দলের মধ্যকার ১৫টি টি২০ ম্যাচের মধ্যে বাংলাদেশ জিতেছে ৮টি, আফগানিস্তান ৭টি। আজকের ম্যাচ জিততে পারলে ব্যবধানটা আরও বাড়ানোর পাশাপাশি আফগানদের হোয়াইটওয়াশ করার সুবর্ণ সুযোগ পাচ্ছে টাইগাররা।
সম্ভাব্য একাদশ
তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলী (অধিনায়ক), নুরুল হাসান, শামীম হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫