শেরেবাংলার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জন্মবার্ষিকী পালিত

ঢাকা প্রেস নিউজ
বরিশাল বিভাগ সমিতি, ঢাকার আয়োজনে আজ শেরেবাংলা একে ফজলুল হকের ১৫১ তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরেবাংলার মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ,বিশেষ মোনাজাত ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু। বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট এনামুল ইসলাম রুবেল,, লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, উপাধ্যক্ষ আবদুর রহমান, রাজনীতিবিদ শেখ মহিউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন আখন্দ, হুমায়ুন কবির আকন প্রমুখ।
বক্তারা পদ্মাসেতুর নামকরণ শেরেবাংলা সেতু করা,শেরেবাংলার জন্ম ও মৃত্যু বার্ষিকী সরকারি ভাবে পালন এবং শেরেবাংলা একে ফজলুল হকের জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে নতুন প্রজন্মের কাছে পৌঁছানোর দাবি জানায়। বিশেষ দোয়ায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও দেশের বর্তমান অবস্থায় উওোরন ঘটায়ে স্থিতিশীলতা আনয়নের জন্য মোনাজাত করা হয়। বার্তা প্রেরক: বীর মুক্তিযোদ্ধা মো : জিয়াউল কবির দুলু সভাপতি। বরিশাল বিভাগ সমিতি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫