আসাম বন্যায় ৫৮ জন নিহত, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ২৪ লাখ মানুষ

প্রকাশকালঃ ০৭ জুলাই ২০২৪ ০৭:২৪ অপরাহ্ণ ৫৬১ বার পঠিত
আসাম বন্যায় ৫৮ জন নিহত, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ২৪ লাখ মানুষ

ঢাকা প্রেস নিউজ


ভয়াবহ পরিস্থিতি, ব্রহ্মপুত্রসহ নদীগুলো বিপৎসীমার উপরে, কাজিরাঙ্গার ৭০% প্লাবিত

 

আসামে বন্যার পরিস্থিতি এখনও ভয়াবহ। শনিবার (৬ জুলাই) পর্যন্ত বন্যায় ৫৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। ক্ষতিগ্রস্তের সংখ্যা প্রায় সাড়ে ২৪ লাখ।
 


 

বন্যা আসামের ৩৫টি জেলার মধ্যে ৩০টিতেই বিরাজ করছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ধুবড়ি, ডারাং, কছাড়, বরপেটা ও মরিগাঁও জেলায়।
 

বন্যার পানিতে আসামের বিখ্যাত কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের অন্তত ৭০% জমি প্লাবিত হয়েছে। পানি থেকে বাঁচতে উদ্যান ছেড়ে পালাচ্ছে বন্যপ্রাণী। এখন পর্যন্ত ৭৭টি প্রাণীর মৃত্যু হয়েছে এবং ১৫ হাজারের বেশি প্রাণী ক্ষতিগ্রস্ত হয়েছে।
 


 

ব্রহ্মপুত্রসহ অন্যান্য বড় নদীগুলোর পানি বিপৎসীমার উপরে বয়ে যাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। রাজ্যের শহরাঞ্চলগুলো ও ৯ দিন ধরে পানির নিচে। বৃষ্টি না থামলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
 

ক্ষতির মোকাবিলায় আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে পরিস্থিতি তত্ত্বাবধানের জন্য মন্ত্রীদের নিয়োগ করা হয়েছে।