|
প্রিন্টের সময়কালঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৫৪ অপরাহ্ণ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষক নিহত


ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষক নিহত


ফরিদপুর প্রতিনিধি:-

 

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা বেগম (৪০) স্কুল থেকে ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তিনি থ্রি হুইলার মাহিন্দ্র গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যান। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

গতকাল সোমবার বিকেলে সালথা-ফরিদপুর আঞ্চলিক সড়কের ফরিদপুর সদরের কৈজুরী ইউনিয়নের চৌরঙ্গীর মোড়ের কাছে কুজুরদিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
 

নিহত আসমা বেগম নগরকান্দা উপজেলার আজলপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল্লাহ আল আজাদের স্ত্রী এবং তাদের বাড়ি নগরকান্দা উপজেলার মধ্য জগদিয়া গ্রামে।
 

এ বিষয়ে সালথা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাঈনুল ইসলাম জানান, প্রতিদিনের মতো সোমবার বিকেলে আসমা বেগম স্কুল থেকে মাহিন্দ্র গাড়িতে করে ফরিদপুর শহরের বাসায় ফিরছিলেন। পথে চৌরঙ্গীর মোড় এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়, ফলে গুরুতর আহত হন আসমা বেগম। তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আরও চারজন যাত্রী আহত হয়েছেন, তারা বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
 

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫