|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৮:৫৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ নভেম্বর ২০২৪ ০২:৪৬ অপরাহ্ণ

ট্রাক্টরের ধাক্কায় মাদরাসাছাত্র নিহত, চালক আটক


ট্রাক্টরের ধাক্কায় মাদরাসাছাত্র নিহত, চালক আটক


ঢাকা প্রেস,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:-
 

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ আল ওসমান (১৩) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ট্রাক্টরের চালককে আটক করেছে।
 

বুধবার (১৩ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিদিরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ আল ওসমান মিল্কিপাড়া এলাকার উজ্জ্বল আলীর ছেলে এবং আলোর দিশারী মডেল মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র।
 

স্থানীয় সূত্রে জানা যায়, বিদিরপুর এলাকায় আঞ্চলিক সড়কে বালুবোঝাই একটি ট্রাক্টর পেছন থেকে আব্দুল্লাহর বাইসাইকেলে ধাক্কা দিলে সে রাস্তায় পড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায়। এরপর স্থানীয়রা ট্রাক্টরের চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
 

খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ট্রাক্টরের চালককে হেফাজতে নেয়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি এসএম জাকারিয়া জানান, এই ঘটনায় এলাকায় কিছুটা থমথমে পরিবেশ থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যান চলাচল অব্যাহত রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫